মহাত্মা গান্ধীর জীবনী

মহাত্মা গান্ধীর জীবনী Mahatma Gandhi Biography in Bengali

জাতির জনক মহাত্মা গান্ধী ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। আজ আমরা মহাত্মা গান্ধীর জীবনী (Mahatma Gandhi Biography in Bengali) সম্পর্কে জানব। ভারতবর্ষ তথা গোটা বিশ্ব তাকে যে সম্মানের দৃষ্টিতে দেখে এবং তার প্রতি এখনো যে সম্মান প্রদর্শন করে তা না এর পূর্বে কাউকে দেওয়া হয়েছে না ভবিষ্যতে দেওয়া হবে।

রাষ্ট্রপিতা নামে পরিচিত মহাত্মা গান্ধী দেশের মূল ভিত্তির একটি। তার প্রতি সম্মান শুধু ভারতীয়রাই প্রদর্শন করে এমন নয়।ভারতবর্ষের বাইরে অনেক দেশে অনেক মানুষ তার দৃষ্টিভঙ্গি আচার ও বিচার মেনে চলেন।

মহাত্মা গান্ধীর জীবনী

Mahatma Gandhi Biography Essay Paragraph in Bengali

জন্ম ও পরিবার পরিচয়

মহাত্মা গান্ধীর জন্ম কত সালে ও কোথায় হয়.

Mahatma Gandhi র পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তার জন্ম হয়েছিল 2nd October, 1869 সালে গুজরাটের পোরবন্দর (Porbandar) ।

মহাত্মা গান্ধীর বাবার নাম কি?

M K Gandhi র বাবার নাম করমচাঁদ গান্ধী (Karamchand Gandhi) ।

সেই সময়ের প্রচলিত নিয়ম অনুযায়ী গান্ধীর বাবা চারটি বিবাহ করেছিলেন। করমচাঁদ গান্ধী নিজেই জানতেন না যে একসময় তার চতুর্থ স্ত্রীর ছেলে Mohandas Karamchand Gandhi ইতিহাসের পাতায় নিজের ও পরিবারের নাম উজ্জ্বল করবেন।

করমচাঁদ গান্ধী খুব বুদ্ধিমান ছিলেন। তিনি জানতেন কিভাবে তৎকালীন রাজকুমারদের মধ্যে নিজের জায়গা তৈরি করতে হবে এবং নিজের উদ্দেশ্যে ব্রিটিশ রাজনৈতিক আধিকারিকদের মধ্যে কিভাবে নিজের পরিচয় তৈরি করতে হবে।

মহাত্মা গান্ধীর মায়ের নাম কি?

মহাত্মা গান্ধীর মায়ের নাম পুতলি বায় (Putli Gandhi) ।

গান্ধীজীর মাতা তার সম্পূর্ণ জীবন ধর্মীয় কর্মে ব্যয় করেন। জীবনে কোনদিন তিনি পার্থিব বস্তুর ওপর গুরুত্ব দেননি। তার বেশিরভাগ সময়ই মন্দিরে এবং গৃহকাজে কাটতো। বাস্তবে তিনি ছিলেন পরিবারের প্রতি সমর্পিত আধ্যাত্বিক মহিলা। রোগীর সেবা করা, ব্রত, উপাসনা করা তার দৈনিক জীবন চর্চা ছিল।

ছোটবেলা থেকেই গান্ধীজি লালন-পালন এমন পরিবেশে হয় যেখানে ছিল শান্তি ও ধর্মের আবাস। তিনি ছিলেন নিরামিষভোজী। মায়ের মতো তিনিও অহিংসা, ব্রত, উপবাস প্রভৃতির মত জীবন শৈলী তে বিশ্বাসী ছিলেন যার দ্বারা মনকে বিশুদ্ধ রাখা যায়।

  • বি আর আম্বেদকরের জীবনী
  • সত্যজিৎ রায় প্রবন্ধ রচনা

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

এবার আমি আপনাদের মহাত্মা গান্ধীর প্রারম্ভিক জীবন ও শিক্ষা সম্পর্কে বলব।

পোরবন্দরে পর্যাপ্ত শিক্ষার সুবিধা না থাকার জন্য মোহনদাস তার প্রাথমিক শিক্ষা খুব জটিল পরিস্থিতিতে সম্পন্ন করেন। তিনি মাটিতে আঙ্গুল চালিয়ে বর্ণমালা শিখেন। পরে ভাগ্যক্রমে তার পিতা করমচাঁদ গান্ধী রাজকোটের ‘দিবান’ হয়। এর ফলে তার সমস্যা অনেকটাই কমে গিয়েছিল।

মহাত্মা গান্ধী স্কুল জীবনে অনেক পুরস্কার লাভ করেন।

1887 খ্রিস্টাব্দে গান্ধীজী University of Bombay থেকে ম্যাট্রিক পরীক্ষা পাস করেন এবং ভাবনগর শ্যামল দাস কলেজে ভর্তি হন। সেখানে তিনি মাতৃভাষা গুজরাটি ছেড়ে ইংরেজি শেখে। যার জন্য তাকে অধ্যাপকদের পঠন (Lecture) বুঝতে অনেক সমস্যায় পড়তে হয়।

Gandhi ji র পরিবার তার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত ছিলেন। কারণ তিনি ডাক্তার হতে চেয়েছিল।

কিন্তু বৈষ্ণব ধর্মাবলম্বী হওয়ার জন্য তিনি ডাক্তারের কাজ করতে পারতেন না।

পরিবার থেকে তাকে বলা হয় পারিবারিক পরম্পরা অনুযায়ী তাকে গুজরাটের কোন উচ্চ দপ্তরে চাকুরীতে যোগ দিতে হবে। এর জন্য তাকে ব্যারিস্টার হতে হবে।

মহাত্মা গান্ধী শ্যামলদাস কলেজের পড়াশোনা নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলেন না।

ব্যারিস্টার হওয়ার জন্য ইংল্যান্ডে যেতে হবে শুনে তিনি প্রচণ্ড আনন্দিত হন।

তার পারিবারিক সম্পত্তি খুব কম ছিল এবং তার মা ও ভয় পাচ্ছিল বিদেশ যাওয়ার কথা শুনে।

কিন্তু গান্ধীজী তার কথায় অটল ছিলেন। তার ভাইয়েরা লন্ডন যাওয়ার জন্য প্রয়োজনীয় টাকা পয়সার ব্যবস্থা করেন।

1888 সালের September মাসে তিনি England উদ্দেশ্যে যাত্রা করেন। ইংল্যান্ডে পৌঁছানোর দশ দিন পর তিনি Landon law College এ ভর্তি হন।

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী
  • কাজী নজরুল ইসলামের জীবনী

ওকালতি তে গান্ধীজীর প্রথম মামলা

1891 সালে ইংল্যান্ড থেকে ভারত প্রত্যাবর্তনের পর তিনি ওকালতি তে নিজের জায়গা তৈরি করা শুরু করেন।

তিনি তাঁর প্রথম মামলায় খুব নার্ভাস হয়ে যান। যখন সাক্ষীকে প্রশ্ন করার সময় আছে তখন তাঁর মাথা শূন্য হয়ে যায়। তিনি নার্ভাস থাকার জন্য সাক্ষীকে কোন প্রশ্ন করতে পারেন না এবং কোর্টের বাইরে চলে আসেন। যার জন্য গান্ধীজী তার ক্লায়েন্টকে সম্পূর্ণ fees ফেরত দিয়ে দেন।

অর্থাৎ আমাদের মত তিনিও প্রথমবার ব্যর্থ হয়েছিলেন। কিন্তু এই ব্যর্থতার জন্য তিনি থেমে যাননি।

  • নেতাজী সুভাষচন্দ্র বসুর জীবনী
  • গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত জীবনী

গান্ধীজীর South Africa যাত্রা

তিনি ভারতবর্ষে কিছুদিন ওকালতি করেন। এরপর সাউথ আফ্রিকা তে তিনি Legal Service এর এক বছরের কন্ট্রাক্ট পান।

1893 সালের April মাসে তিনি সাউথ আফ্রিকা যাত্রা করেন। সেখানে তাকে বর্ণভেদ প্রথার সম্মুখীন হতে হয়।

Darwan এর court room এ তাকে তাঁর পাগরি খুলতে বলা হয়। কিন্তু তিনি অসম্মত হন। যার ফলে তাকে court room ছাড়তে হয়।

ট্রেনের First Class কামরার ঘটনা

1893 সালের 7th June ট্রেন যাত্রার সময় তার সাথে একটি ঘটনা ঘটে। যার ফলে তার জীবনে আমূল পরিবর্তন আসে।

তিনি প্রোটেরিয়া যাচ্ছিলেন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে। কিন্তু এক ইংরেজ আপত্তি করে তার ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে চড়া নিয়ে।

গান্ধীজীর কাছে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের টিকিট ছিল।

তিনি ট্রেন থেকে নামতে অসম্মত হন। এর জন্য তাকে এক স্টেশনে ট্রেন থেকে নিচে ফেলে দেওয়া হয়।

এই অপমান গান্ধীজীর মনে গভীর দাগ কাটে। তিনি বর্ণভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেন।

মহাত্মা গান্ধী সেই রাতেই এই সমস্যার সমাধান করার প্রতিজ্ঞা করেন। সেই রাতে একটি সামান্য মানুষ থেকে জন্ম হয় এক অসামান্য মানুষের।

  • ২৭০ টি মোটিভেশনাল উক্তি

Netal Indian Congress এর প্রতিষ্ঠা

1894 সালে তিনি বর্ণভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করার জন্য Netal Indian Congres এর স্থাপনা করেন।

এক বছরের কন্ট্রাক্ট শেষ হওয়ার পর তিনি ভারত প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করেন। কিন্তু তার আগেই Netal Assembly ভারতীয়দের ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেন।

গান্ধীজীর সঙ্গীরা তার সাথে মিলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। এভাবে তিনি ধীরে ধীরে আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি সবার দৃষ্টিতে আনেন।

যুদ্ধের সময় তিনি সাউথ আফ্রিকা থেকে বৃটিশ সরকারকে সাহায্য করেছিলেন।

তার মতে, ব্রিটিশ সাম্রাজ্যে ভারতীয়দের নাগরিকত্ব পেতে হলে তাদের ও ব্রিটিশ সরকারকে সাহায্য করা উচিত।

সত্যাগ্রহ আন্দোলন (Satyagrah Movement)

তিনি South Africa তে থাকাকালীন নাগরিকতার সম্মান লাভের জন্য মিছিল করেন। তিনি তার অহিংস আন্দোলনকে সত্যাগ্রহ নাম দেন।

সাউথ আফ্রিকা তে তিনি কিছুদিন জেলে ছিলেন।

এমন অনেক ক্ষেত্রে আছে যেখানে তিনি ব্রিটিশ সরকারকে সাহায্য করেছিলেন।

1906 6 সালে গান্ধীজী তার জীবনের প্রথম অসহযোগ আন্দোলন করেন।

এই আন্দোলনের কারণ ছিল দক্ষিণ আফ্রিকাতে উপস্থিত ভারতীয়দের ওপর জোর করে চাপানো বাধা নিষেধ এর বিরুদ্ধে। তার মধ্যে একটি ছিল ব্রিটিশ সরকারের হিন্দু বিবাহ না মানা।

অনেক বছর আন্দোলন চলার পর ব্রিটিশ সরকার গান্ধীজী সহ বেশকিছু ভারতীয়দের জেলে বন্দী করেন।

শেষ পর্যন্ত প্রচণ্ড চাপের মুখে পড়ে ব্রিটিশ সরকার গান্ধীজীর সাথে সমঝোতা করতে বাধ্য হয়।

এই সমঝোতার ফলে দক্ষিণ আফ্রিকাতে হিন্দু বিবাহ মানতা পায় এবং ভারতীয়দের উপর চাপানো একটি বিশেষ ট্যাক্স বন্ধ করা হয়।

এর পর গান্ধীজি India তে ফিরে আসেন।

  • সর্বপল্লি রাধাকৃষ্ণানের জীবনী
  • একাকিত্ব নিয়ে ১৪০ টি উক্তি

চম্পারন আন্দোলন (Champaran Movement)

1918 সালে গান্ধীজী ইংরেজ জমিদারদের বিরুদ্ধে চম্পারন আন্দোলনে নেতৃত্ব দেন।

সেই সময় নীল চাষ করা হত। ইংরেজ জমিদাররা ভারতীয় কৃষকদের জোর করে নীল চাষ করাতেন এবং তাদের উপর নানান নিয়ম চাপে দিতেন। যার ফলে কৃষকরা ব্রিটিশ জমিদারদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন।

কৃষকরা এ আন্দোলনে গান্ধীজীর কাছে সাহায্য প্রার্থনা করেন এবং তাকে এ আন্দোলনে নেতৃত্ব দিতে বলেন।

এর ফলে সম্পাদনে অহিংস আন্দোলন শুরু হয়।

এই আন্দোলনে গান্ধীজীর জয়লাভ করেন।

খেড়া সত্যাগ্ৰহ (Kheda Movement)

1918 সালে খেড়া নামক স্থানে মনে হয় এবং প্রচুর ফসল নষ্ট হয়। যার ফলে কৃষকদের ট্যাক্সে ছাড় প্রয়োজন ছিল।

গান্ধীজি পুনরায় অহিংস আন্দোলন শুরু করেন। Kheda আন্দোলনে তিনি বিপুল জনসমর্থন লাভ করেন।

শেষ পর্যন্ত 1918 সালের May মাসে ব্রিটিশ সরকার কৃষকদের ট্যাক্সে ছাড় দেন।

গান্ধীজী এই ভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন চালিয়ে যান।

খিলাফত আন্দোলন (Khilafath Movement)

1919 সালে গান্ধীজীর মনে হয় কংগ্রেস দুর্বল হয়ে যাচ্ছে। তিনি হিন্দু মুসলিম একতা দ্বারা ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য করার চেষ্টা করেন। এই জন্য তিনি মুসলিম সমাজের কাছে যান।

খিলাফত আন্দোলন সর্বভারতীয় আন্দোলন ছিল। মহাত্মা গান্ধী সম্পূর্ণ দেশের মুসলিম সমাজের কনফারেন্স রাখেন। এ আন্দোলনে মুসলিমদের অনেক সাহায্য করা হয়। গান্ধীজীর প্রচেষ্টার জন্য তাকে রাষ্ট্রনেতা করা হয়। এই আন্দোলনের ফলে কংগ্রেসে তিনি বিশেষ জায়গা করে নেন।

কিন্তু 1922 সালে খিলাফত আন্দোলন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

এরপর গান্ধীজী সারা জীবন হিন্দু মুসলিম Unity র জন্য লড়াই করেন। কিন্তু হিন্দু-মুসলিমদের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়তেই থাকে।

আরও পড়ুন: স্বামী বিবেকানন্দের জীবনী

অসহযোগ আন্দোলন (1920) (Non Cooperation Movement)

বিভিন্ন আন্দোলনের মোকাবিলা করার জন্য ইংরেজ সরকার 1919 রাওলাট আইন (Roulatt Act) পাশ করেন।

এই সময় গান্ধীজী বেশকিছু সভার আয়োজন করেন। পাঞ্জাবের অমৃতসর অঞ্চলে এরকম একটি সভার আয়োজন করা হয়েছিল।

কিন্তু এই শান্তিপূর্ণ সভা কে ইংরেজ সরকার নির্মমভাবে দমন করেছিলেন যার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন।

মহাত্মা গান্ধী এই হত্যাকাণ্ডের প্রতিবাদে 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল ভারতীয়রা যেন কোন হবে ইংরেজদের সাহায্য না করে। এ আন্দোলন অহিংস হবে করা হচ্ছিল।

আপনি এখন মহাত্মা গান্ধীর জীবনী পড়ছেন।

চৌরি চৌরার ঘটনা

উত্তরপ্রদেশের চৌরি চৌরা নামক স্থানে কিছু মানুষ শান্তিপূর্ণ ভাবে মিছিল করছিল। কিন্তু ইংরেজ সৈন্য তাদের ওপর গুলি চালিয়ে দেন। যার ফলে কিছু মানুষের মৃত্যু হয়।

এই ঘটনার প্রতিবাদে কিছু মানুষ রাগে পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেন এবং 22 জন পুলিশ মারা যায়।

এই হিংসাত্মক গতিবিধির জন্য অহিংসার পূজারী গান্ধীজী আন্দোলন বন্ধ করে দেন। তাঁর বক্তব্য ছিল সম্পূর্ণ আন্দোলন চলাকালীন যেন কোনরূপ হিংসাত্মক গতিবিধি না হয়।

ডান্ডি আন্দোলন (Civil Disobedience Movement)

1930 সালে তিনি সবিনয়ে অবজ্ঞা আন্দোলন শুরু করেন। এ আন্দোলন লবণ সত্যাগ্রহ আন্দোলন বা ডান্ডি আন্দোলন বা ডান্ডি মার্চ বা Civil Disobedience Movement নামে পরিচিত।

এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের তৈরি কোন আইন না মানা তথা অবহেলা করা। যেমন ব্রিটিশ সরকার আইন করেছিল কেউ যেন লবণ তৈরি না করে।

12th March, 1930 সালে তিনি এই আইন অমান্য করার জন্য ডান্ডি উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ডান্ডি পৌঁছানোর পর তিনি লোকদেরই করেন। এভাবে এই আন্দোলনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়েছিল।

ডান্ডি আন্দোলন চলাকালীন স্বাধীনতা সংগ্রামী অনেক নেতাকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করেন।

আরও পড়ুন: মহাত্মা গান্ধীর ১০১ টি অনুপ্রেরণামূলক বাণী

ভারত ছাড়ো আন্দোলন (1942) (Quit India Movement)

1940 এর দশক আস্তে আস্তে মানুষের মনে ভীতি সরকারের বিরুদ্ধে প্রচণ্ড রাগ তৈরি হয়। গান্ধীজী সাধারণ মানুষের এই ক্ষোভকে কে সঠিক কাজে লাগানোর জন্য মনস্থির করেন।

1942 সালে তিনি বিস্তৃতভাবে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন।

এই আন্দোলন এতদিন পর্যন্ত হওয়া সমস্ত আন্দোলন নেট থেকে বেশি প্রভাব বিস্তার করেছিল যাকে দমন করা ইংরেজ সরকারের কাছে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।

গান্ধীজির আন্দোলনের বৈশিষ্ট্য

গান্ধীজীর দ্বারা চালানো সমস্ত আন্দোলনের বৈশিষ্ট্য এই ছিল যে

  • সমস্ত আন্দোলন শান্তিপূর্ণভাবে করা হত।
  • আন্দোলন চলাকালীন কোন প্রকার হিংসাত্মক ঘটনা ঘটলে গান্ধীজী সেখানেই আন্দোলন বন্ধ করে দিতেন। অনেকের মতে আমাদের দেরি করে স্বাধীনতা লাভের জন্য এটা একটা মস্ত বড় কারন।
  • আন্দোলনের মূল ভিত্তি ছিল সত্য এবং অহিংসা।

Mahatma Gandhi Original Speech on “God and Truth ”

অহিংসার পূজারী গান্ধীজীর সামাজিক জীবন

গান্ধীজীর সামাজিক জীবন খুব সহজ-সরল উচ্চ বিচার পূর্ণ ছিল। তার এই স্বভাবের জন্য মানুষ তাকে মহাত্মা বলে সম্বোধন করতেন।

তিনি ছিলেন প্রজাতন্ত্রের বড় সমর্থক।

তার প্রধান দুটি হাতিয়ার ছিল সত্য এবং অহিংসা। এই দুই হাতিয়ারের জোরেই তিনি ভারতকে ইংরেজ শাসন থেকে স্বাধীন করেন।

গান্ধীজীর ব্যক্তিত্ব ছিল যে তার সাথে কেউ একবার মিশলে সে গান্ধীজীর দ্বারা প্রভাবিত না হয়ে থাকতে পারত না।

গান্ধীজী সমাজের অস্থিরতা দূর করার অনেক চেষ্টা করেন। তিনি পিছিয়ে পড়া জাতিকে ঈশ্বর নামে হরিজন নাম দেন। তিনি সারাজীবন পিছিয়ে পড়া জাতিকে উদ্ধারের চেষ্টা করেন।

গান্ধীজীর বিভিন্ন উপাধি

  • নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজী কে রাষ্ট্রপিতা বলে সম্বোধন করেন।
  • রবীনাথ ঠাকুর মাতা গান্ধীজী কে মহাত্মা উপাধি দেন।
  • চার্চিল (Winston Churchill, 1931) গান্ধীজীকে ফকির বলতেন।
  • গান্ধীজিকে অর্ধনগ্ন সাধু (Half Naked Saint) বলতেন Frank Mores ।
  • ভারত বর্ষে মহাত্মা গান্ধীকে জাতির জনক (Jatir Janak Mahatma Gandhi in Bengali) বলা হয়।

গান্ধীজী সম্পাদিত পত্র পত্রিকা

  • Indian Opinion (1903-15) – ইংরেজি, হিন্দি, গুজরাটি ও তেলেগু ভাষায়।
  • Harijan (হরিজন 1919-31) – ইংরেজি, গুজরাটি ও হিন্দি ভাষায়।
  • Young India – ইংরেজি ও গুজরাটি ভাষায়।

গান্ধীজীর লেখা বই (Books Written by Mahatma Gandhi)

  • হিন্দ স্বরাজ (Hind Swaraj), 1909
  • My experiments with truth, 1927 – মহাত্মা গান্ধীর আত্ম জীবনী

মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি?

মহাত্মা গান্ধীর আত্বজীবনীর নাম ” My experiments with truth”.

  • সম্পূর্ণ রামায়ণের কাহিনী
  • ১৫ টি অনুপ্রেরণামূলক গল্প

What is the name of the Autobiography of Mahatma Gandhi?

The name of the autobiography of Mahatma Gandhi is “My experiments with truth”. This book was written by Mahatma in 1927.

গান্ধীজীর মৃত্যু

1948 সালের 30th January গান্ধীজীর মৃত্যু হয়

নাথুরাম গডসে (Nathuram Godse) গান্ধীজিকে গুলি করে হত্যা করেন। তার মুখ থেকে নিঃসৃত শেষ কথাটি ছিল “হে রাম”।

দিল্লি রাজকোটে গান্ধীজিকে সমাধিস্থ করা হয়েছে।

গান্ধীজীর সাথে জড়িত কিছু রোচক তথ্য

১) গান্ধীজিকে সবাই রাষ্ট্রপিতা বলেন।

কিন্তু গান্ধীজিকে রাষ্ট্রপিতা উপাধি ভারত সরকার দেয়নি।

ভারতীয় সংবিধানের 18 নম্বর ধারায় স্পষ্ট উল্লেখ আছে সামরিক এবং শিক্ষাক্ষেত্রে ছাড়া উপাধি গ্রহণ এবং দান নিষিদ্ধ।

Netaji Subhas Chandra Bose একবার মহাত্মা গান্ধীকে রাষ্ট্রপিতা নামে সম্বোধন করেন। তখন থেকেই তাকে রাষ্ট্রপিতা বলা হয়।

২) গান্ধীজীর মৃত্যুর পর এক ইংরেজ অফিসার বলেছিলেন, “যেই গান্ধীর এত বছর আমরা কোন ক্ষতি হতে দিইনি যাতে ভারতবর্ষে আমাদের বিরুদ্ধে পরিস্থিতি আরও জটিল না হয়ে যায়, স্বাধীন ভারত সেই গান্ধীকে এক বছর ও বাঁচতে দিল না।”

৩) গান্ধীজীর স্বদেশী আন্দোলন করেছিলেন এবং সকল ভারতবাসীকে বিদেশী বস্তু ত্যাগ করতে বলেছিলেন।

স্বদেশী কাপড়ের জন্য তিনি স্বয়ং চড়কা চালিয়ে কাপড় তৈরি করেন।

৪) গান্ধীজী দেশে-বিদেশে অনেক আশ্রম তৈরি করেন। সবরমতী আশ্রম তাদের মধ্যে অন্যতম

৫) গান্ধীজী আত্মশুদ্ধির জন্য প্রচণ্ড কঠোর উপবাস ও অনুশাসন পালন করতেন।

৬) তিনি সারা জীবন হিন্দু মুসলিম একতার জন্য চেষ্টা চালিয়ে গেছেন।

  • আরও পড়ুন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পূর্ণ জীবনী

গান্ধী জয়ন্তী কবে পালন করা হয়?

প্রতি বছর 2nd October গান্ধী জয়ন্তী (Gandhi Jayanti) পালন করা হয়।

মহাত্মা গান্ধীর সমালোচনা ও তাঁর জীবনের কিছু অন্ধকার দিক (Dark Side of Mahatma Gandhi)

জাতির জনক মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতার জন্য অনেক সংগ্রাম করেছেন এবং তাঁর সত্য ও অহিংসার বলে 1947 সালের 15 ই আগস্ট ভারত স্বাধীন হয়।

আপনাদের মনে হতে পারে এমন একজন মহান মানুষের চরিত্রে কোন কলঙ্ক ছিল না। কিন্তু সভ্য সমাজে তিনিও সমালোচিত। আর পাঁচটা মানুষের মতো গান্ধীজীর চরিত্রেও কিছু অন্ধকার দিক ছিল।

যে সমস্ত কারণে গান্ধীজি আজও সমালোচিত:

১) ব্রহ্মচর্যের জন্য যৌনতা নিয়ে পরীক্ষা

গান্ধীজি ব্রহ্মচর্য অবলম্বন করার পর যৌনতা নিয়ে প্রচুর পরীক্ষা-নিরীক্ষা করেন এবং আজও তিনি সেই সব পরীক্ষা-নিরীক্ষার জন্য সমালোচিত হন।

তিনি দেখতে চেয়েছিলেন যৌনতার সংসর্গ থেকে নিজেকে সংযত করতে পারেন কিনা। এই পরীক্ষার জন্য তিনি উলঙ্গ হয়ে এক বিছানায় নারীদের সাথে ঘুমাতেন এবং বিভিন্ন নারীদের তার সাথে নগ্ন হয়ে একই বিছানায় শয্যা গ্রহণ করতে বাধ্য করেন।

এমনকি তিনি তার কিশোরী ভাগ্নির সাথে উলঙ্গ হয়ে একই বিছানায় শষ্যা গ্ৰহণ করতে কার্পণ্য করেননি।

গান্ধীজীর এর পরীক্ষার জন্য তার নাতনি এবং মানু গান্ধী তার সাথে শয্যা গ্রহণ করেন।

যৌনতা নিয়ে পরীক্ষা বিষয়ে মহাত্মা গান্ধীর উদ্দেশ্য ছিল মহৎ। তিনি দেখতে চেয়েছিলাম ব্রহ্মচর্য গ্রহণ করার পর যৌনতাকে পুরোপুরি জয় করতে পেরেছেন কিনা।

২) নারী বিদ্বেষ ছিল গান্ধীজীর অপর অন্ধকার দিক

গান্ধীজী মনে করতেন নারীদের রুপ এবং সৌন্দর্যের কারণে পুরুষ মানুষ ভ্রমিত এবং লক্ষ্যচ্যুত হন।

আমরা সবাই জানি গান্ধীজী 1893 থেকে 1914 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ছিলেন। সেই সময় দুইজন নারী গান্ধীজীকে তাঁর দুইজন অনুগামীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে করেন।

যে কোন মানুষ এই ক্ষেত্রে সেই দুই অনুগামীর বিরুদ্ধে আনা অভিযোগের পরীক্ষা-নিরীক্ষা করে বিচার করতেন।

কিন্তু মহাত্মা গান্ধী ঠিক বিপরীত কাজ করেন। তিনি শাস্তি তো দুরের কথা সেই দুই অনুগামীদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই মহিলা দুটির চুল ছোট করে ছাটা আদেশ দেন যাতে ভবিষ্যতে তাদের রুপের আকর্ষণে কোনো পুরুষের মন আন্দোলিত না হয়।

তিনি সুন্দরী মহিলাদের রুপ এবং সৌন্দর্য একদমই সহ্য করতে পারতেন না।

৩) গান্ধীজী গর্ভনিরোধক ব্যবহারের ঘোর বিরোধী ছিলেন

তিনি মনে করতেন যৌনতা হল শুধুমাত্র জৈবিক চাহিদা যা সন্তান-সন্ততি উৎপাদনের পর নিয়ন্ত্রিত হওয়া উচিত।

তিনি আরও মনে করতেন স্ত্রী পুরুষের উচিত যৌনতা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখা।

মেয়েদের ঋতুস্রাবের মত স্বাভাবিক শারীরিক প্রক্রিয়াকে গান্ধীজি অপবিত্র বলে মনে করতেন।

Also Read: শুভ নববর্ষের শুভেচ্ছা বাণী, ছবি, স্ট্যাটাস

৪) Gandhiji র বর্ণবাদ নীতি

অনেকের মতে গান্ধীজীর দক্ষিণ আফ্রিকার কালো চামড়ার মানুষদের নীচু শ্রেনীর মনে করতেন। তিনি মনে করতেন ভারতীয়রা দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের থেকে উঁচু শ্রেণীর।

দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজী সবসময়ই কালো চামড়ার মানুষদের এড়িয়ে চলতেন। এমনকি 1905 সালে ডারবানে যখন ভয়াবহ প্লেগ রোগ ছড়ায় তখন তিনি এ রোগের জন্য কালো চামড়ার মানুষদের দায়ী করেন।

তিনি সবসময় চেষ্টা করতেন কালো চামড়ার মানুষদের সাথে ব্রিটিশ সরকার যে অন্যায় করছে তা যেন দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের সাথে না হয়।

দক্ষিণ আফ্রিকাতে থাকাকালীন মহাত্মা গান্ধী কালো মানুষদের জন্য আলাদা করে কিছু করেননি।

1908 সালে আন্দোলন চলাকালীন গান্ধীজি কে যখন কালো চামড়ার মানুষদের সাথে একই কারাগারে রাখা হয় তখন তিনি আক্ষেপ করে বলেন তাকে কালো চামড়ার মানুষদের সাথে না রেখে শ্বেতাঙ্গদের কারাগারে কেন রাখা হল না।

৫) মহাত্মা গান্ধী ছিলেন বিদেশী ওষুধের ঘোর বিরোধী

মৃত্যুর কিছু সময় পূর্বে গান্ধীজীর স্ত্রী কস্তুরবা নিউমোনিয়ায় আক্রান্ত হন। চিকিৎসকরা তাকে বলেন কস্তুরবা কে পেনিসিলিন দিলে তিনি সেরে উঠবেন।

কিন্তু গান্ধীজী বিদেশি ওষুধ ব্যবহার করতে অসম্মত হয়। যার ফলস্বরূপ 1944 সালে তাঁর স্ত্রী মারা যান।

পরবর্তীকালে গান্ধীজি নিজে একসময় ম্যালেরিয়ায় আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে তিনি বিদেশি ওষুধ কুইনাইন ব্যবহার করেন এবং সুস্থ হয়ে ওঠেন।

এই বিষয়টি সভ্য সমাজে অনেকেই হজম করতে পারেন না।

আরও পড়ুন: শুভ অক্ষয় তৃতীয়া ২০২৩ ছবি ও শুভেচ্ছা বার্তা

গান্ধীজী একজন মহান ব্যক্তি ছিলেন। তিনি তাঁর জীবনকালে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন।

অসত্য ও হিংসার বিরুদ্ধে লড়াই করার জন্য তার প্রধান দুটি হাতিয়ার ছিল সত্য ও অহিংসা।

আমরা এখনো তার সিদ্ধান্ত ও তাকে অনুসরন করে সমাজের গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারি এবং গান্ধীজীর স্বপ্নের ভারত বর্ষ তৈরি করতে পারি।

আমাদের লেখা সম্পর্কে আপনার কোন মতামত থাকলে বা মহাত্মা গান্ধীর জীবনী সম্পর্কে আপনার কাছে অন্য কোনো তথ্য জানা থাকলে কমেন্ট করে আমাদের সবাইকে তা জানাতে পারেন।

আশাকরি মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে লেখা আমার এই প্রবন্ধটি আপনাদের ভাল লেগেছে।

ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন (Share)।

আপনি এই লেখাগুলো পড়তে পারেন:

  • স্বামী বিবেকানন্দের জীবনী
  • Gandhi Foundation
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১২০ টি বিখ্যাত উক্তি

Also read :

  • ভগবদ গীতা কি এবং কেন পড়বেন?
  • শ্মশানের ভূত Sasaner Bhoot – ০১ – [ভৌতিক গল্প]
  • অস্তিত্ব Astitya – [সামাজিক গল্প]

সবার সাথে শেয়ার করুন (Share) :

  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Telegram (Opens in new window)
  • Click to share on Pinterest (Opens in new window)
  • Click to share on LinkedIn (Opens in new window)
  • Click to share on Reddit (Opens in new window)
  • Click to share on Tumblr (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)
  • Click to print (Opens in new window)

3 thoughts on “মহাত্মা গান্ধীর জীবনী Mahatma Gandhi Biography in Bengali”

Dada আপনার এই লেখা গুলি অনেক আকর্ষনীয় করে দেই চোকের পলক কে দাদা আগেই যাও thank you

আমি এই লেখাতে মূলত মহাত্মা গান্ধীজী জীবনী নিয়ে আলোচনা করেছি।

Mahatma Gandhiji আমাদের কাছে অনুপ্রেরণা। তার জীবন দর্শন মেনে চললে আমরাও জীবনে অনেক কঠিন পথ অতিক্রম করতে পারব।

প্রতিটি মানুষের জীবনেই কিছু অন্ধকার দিক থাকে। হয়ত Mahatma Gandhi র জীবনেও আছে।

আমি খুঁজে দেখব গান্ধীজীর জীবনে কোনো অন্ধকার দিক আছে কিনা? যদি থাকে এবং সেটা যদি উল্লেখযোগ্য হয় তবে অবশ্যই তা এখানে update করে দেব।

আমি আধুনিক ভারতের মনীষী দের মধ্যে যাকে সবচেয়ে নেগেটিভ দৃষ্টিভঙ্গি তে দেখি তিনি হলেন গান্ধী। তিনি রাষ্ট্রপিতা হওয়ার মতো কোনো কাজ করেন নি। তিনি হিন্দু ধর্ম বিদ্বেষী ছিলেন। তার জীবনে এমন অনেক ঘটনা আছে যা থেকে এই কথা প্রমাণ হয়। ভারতবর্ষ খন্ডিত হওয়ার জন্য তিনি অবশ্যই দায়ী। তাকে নিয়ে প্রচারের আদিখ্যেতা য় তার জীবনের অন্ধকার দিক গুলো লুকিয়ে রাখা হয়। আপনি যদি প্রকৃতই তার জীবনের কাহিনী তুলে ধরতে আগ্রহী হন তবে তার জীবনের অন্ধকার দিক তুলে ধরুন। তিনি ক্ষমতায় থাকার লোভে সুভাষ চন্দ্র বসু কে কংগ্রেস সভাপতি র পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করেন।

ওনার নাম আমার কাছে সাপের বিষের মতো । ওনাকে জাতির পিতা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা হয়। কিন্তু অধিকাংশ ভারতীয় ওনাকে খারাপ চোখে দেখে। আমি ও তাদের একজন।

ধন্যবাদ,জয় হিন্দ।।

Leave a Comment Cancel reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Notify me of follow-up comments by email.

Notify me of new posts by email.

  • অ্যাডমিট কার্ড

kolom

  • Copyright Policy
  • স্ট্যাটিক জিকে
  • প্রাইমারি টেট
  • জেনারেল নলেজ

মহাত্মা গান্ধীর জীবনী | Mahatma Gandhi Biography in Bengali

গান্ধীজির জীবনী

Kolom

মহাত্মা গান্ধীর জীবনী PDF | Mahatma Gandhi Biography in Bengali PDF

মহাত্মা গান্ধীর জীবনী | Mahatma Gandhi Biography in Bengali

আজকের পোস্টে আপনাদের কাছে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জীবনী তুলে ধরলাম। যেটিতে গান্ধীজির শৈশব জীবন, শিক্ষা জীবন, কর্মজীবন, সম্মাননা ও জীবনাবসান ইত্যাদি সমস্ত কিছু সম্বন্ধে আলোচনা করা আছে।

মহাত্মা গান্ধীর জীবনী

মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই; দীন-দুঃখিনী মা যে তোদের তার বেশী আর সাধ্য নাই।

বিদেশী পণ্য বর্জন ও দেশীয় পণ্য গ্রহণের মাধ্যমে সমগ্র ভারতবাসীর মধ্যে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন স্বাধীনতা জয় গান, তিনি হলেন জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী। সত্য ও অহিংসা ছিল যার পরম গুরু।

নামমোহনদাস করমচাঁদ গান্ধী
জন্ম২রা অক্টোবর ১৮৬৯
জন্মস্থানপোরবন্দর, গুজরাট, ব্রিটিশ ভারত
অন্যান্য নামমহাত্মা গান্ধী, বাপুজি, গান্ধীজি
মৃত্যু৩০শে জানুয়ারি ১৯৪৮

জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী ২রা অক্টোবর ১৮৬৯ খ্রিষ্টাব্দে তৎকালীন ব্রিটিশ ভারতবর্ষের অন্তর্গত কাথীয়াবাড় প্রদেশের পোরবন্দরের এক জনৈক বেনিয়া হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা করমচাঁদ উত্তরচাঁদ গান্ধী এক প্রতিষ্ঠিত রাষ্ট্রনেতা ছিলেন এবং তাঁর মাতা পূত্তলিবাই ছিলেন হিন্দু শাস্ত্র মতে একজন নিষ্ঠাবান মহিলা। গান্ধীজি ১৩ বছর বয়সে সমবয়সী কস্তুরবা এর সহিত বিবাহ সম্পন্ন করেন এবং চার সন্তানের পিতাও হন।

শিক্ষা জীবন

শৈশব অবস্থায থেকেই পিতার কাছ থেকে সত্য ও সাহসের শিক্ষার পাশাপাশি মাতার কাছে পেয়েছেন কঠোর ব্রত পালনের শিক্ষা। এরপর কাথিয়াবাড়ে বাল্য শিক্ষা সম্পন্ন করে ১৮ বছর বয়সে ম্যাট্রিক পাশ করেন। বড়ো ভাইয়ের ইচ্ছাস্বরূপ ব্যারিস্টারী পড়তে বিলাতে যেতে চাইলে পরিবার পরিজন ছেড়ে ১৮৮৮ খ্রিষ্টাব্দে বিলাতের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে কঠোর অধ্যবসার মাধ্যমে ১৮৯১ খ্রিষ্টাব্দে ব্যারিস্টারী পাশ করে দেশে ফেরেন।

বিলেত থেকে ব্যারিস্টারি শিক্ষায় সফলতা লাভের পর আইনজীবী হিসাবে কাজ করতে থাকেন। তার পরবর্তীতে আব্দুল্লা এন্ড সন্স এর আইনজীবি হিসাবে দক্ষিণ আফ্রিকা সফর করেন, যা গান্ধীজির জীবনে এনে দেয় নাটকীয় পরিবর্তন। এখানে তিনি ভারতীয় ও কৃষ্ণাঙ্গদের প্রতি সাধারণত বৈষম্যের স্বীকার হন, তাই সেখানে ভারতীয়দের অধিকার সচেতন করে তুলতে ১৮৯৪ সালে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন। সেখানকার ভারতীয়দের নিয়ে রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হয়ে কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ আন্দোলন শুরু করেন। এরপর ১৯১৫ খ্রিস্টাব্দের ৯ই জানুয়ারী ভারতবর্ষে পুনরায় প্রত্যাগমন করার মাধ্যমে সক্রিয়ভাবে ভারতীয় রাজনীতিতে অংশ গ্রহণ করেন।

চম্পারন ও খেদা সত্যাগ্রহ আন্দোলন

১৯১৮ সালের চম্পারণ বিক্ষোপ ও খেদা সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকার প্রস্যুত জমিদারদের কৃষক সমাজের প্রতি বর্বরোচিত অত্যাচার ও খাজনা আদায়ের বিরুদ্ধে সর্দার বল্লভভাই প্যাটেলের সহযোগে আন্দোলন শুরু করেন। ফলস্বরূপ খাজনা আদায় বন্ধ ও বন্দীদের মুক্তিদান করেন।

অসহযোগ আন্দোলন

গান্ধীজির মতে অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র হওয়া প্রয়োজন অসহযোগ ও শান্তিপূর্ণ প্রতিরোধ করা। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে ভারতীয়দের ওপর বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা করেন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গণবিক্ষোপ ঘোষণা করেন। স্বরাজের দাবিতে ১৯২১ সালে গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহী হন। স্বরাজের দাবিতে খাদি চরকিতে সুতা কাটার মাধ্যমে বিদেশী পণ্য বর্জন স্বদেশী পণ্য গ্রহণের আহ্বান জানান। এসময় অসহযোগ আন্দোলন জনপ্রিয়তা ও সাফল্য অর্জন করে। অপ্রত্যাশিতভাবে উত্তরপ্রদেশের চৌরিচৌরাতে সংঘর্ষ বাঁধলে এ আন্দোলনের সমাপ্তি ঘটে।

স্বরাজ ও লবণ সত্যাগ্রহ আন্দোলন

বিংশ শতাব্দীর ২০ দশকে নিজেকে নীরব রাখার মাধ্যমে স্বরাজ পার্টি ও ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে বাধা দূর করার চেষ্টা করেন। ১৯২৮ সালের ডিসেম্বরে ব্রিটিশ সরকারের প্রতি ভারতকে ডোমিনিয়মের মর্যাদা দেবার দাবি জানানোর মাধ্যমে পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে হুমকি দেন। ১৯২৯ সালের ৩১শে ডিসেম্বর জাতীয় পতাকা উন্মোচন ও ১৯৩০ সালের ২৬শে জানুয়ারী ভারতীয় জাতীয় কংগ্রেস এই দিনটিকে প্রথম স্বাধীনতা দিবস হিসাবে পালন করে।

এসময় প্রত্যাহিক অত্যাব্শকিয় পণ্য লবণের উপর কর আরোপের বিরুদ্ধে লবণ সত্যাগ্রহ আন্দোলন কুচকাওয়াজ করেন। আত্মনির্ভরভাবে নিজ হাতে লবণ তৈরির উদ্দেশ্যে এলাহাবাদ থেকে ডান্ডি পযর্ন্ত ৪০০ কিলোমিটার পায়ে হেঁটে যায়।

এই আন্দোলন সফল হলে ব্রিটিশ সরকার ৬০০০০ জন ভারতীয়কে গ্রেফতার করে। ১৯৪১ সালে গান্ধী – ডারউইন অ্যাক্ট এর মাধ্যমে অসহযোগ আন্দোলন বন্ধের বিনিময়ে বন্দীদের মুক্তি আদায় করেন ও স্বাধীনতার পথ সুপ্রস্থ করেন।

গান্ধীজির শিক্ষানীতি

গান্ধীজির লক্ষ্যই ছিল সত্যের পথে শিক্ষাকে অবৈতনিক সর্বসাধারণের জন্য প্রতিষ্ঠিত করা। তিনি ছিলেন শিশুকেন্দ্রিক শিক্ষার পক্ষপাতি। ভারতবর্ষের বুনিয়াদি শিক্ষা প্রতিষ্ঠাই ছিল তার অমর কৃতি।

স্বাধীনতা সংগ্রামী তথা আধ্যাতিক চেতনার অধিকারী মোহনদাস করমচাঁদ গান্ধীর খ্যাতি শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং সমগ্র বিশ্ব জুড়ে মহাত্মা গান্ধী নামে পরিচিত ছিলেন। এছাড়াও তিনি ছিলেন সমগ্র ভারতবাসীর জাতির জনক তাই ভারত সরকারের তরফে ২রা অক্টোবর তার জন্মদিনে গান্ধী জয়ন্তী উদযাপন করে থাকেন। ২০০৭ সালে ১৫ই জুন জাতিসংঘের সাধারণ অধিবেশনে মহাত্মা গান্ধীর জন্মদিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস দিবস হিসাবে সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও ভারতীয় সংসদ ভবনে গান্ধীজির প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে।

স্বাধীনতার প্রতি কঠোর সংগ্রাম করা গান্ধীজি মহাশয় পাননি স্বাধীনতার চরমস্বাদ। বরং ১৯৪৮ সালে ৩০শে জানুয়ারী দিল্লীতে অনুষ্ঠিত এক প্রার্থনা সভায় নাথুরাম গডসের করা গুলিতে নিহত হন।

মহাত্মা গান্ধীর জীবনী PDF

File details :.

File Name : Mahatma Gandhi Biography Language : Bengali No. of Pages : 02 Size : 01 MB

আরও দেখুন :

  • ভগত সিং এর জীবনী
  • ক্ষুদিরাম বসুর জীবনী
  • Mahatma Gandhi

মেজর ধ্যানচাঁদ জীবনী | Major Dhyan Chand Biography in Bengali

ক্ষুদিরাম বসুর জীবনী | khudiram bose biography in bengali, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী | rabindranath tagore biography in bengali.

খুব ভালো লাগছে। কিন্তু মাধ্যমিক ২০২৪ এর প্রত্যেকটা বিষয়ের উপর যদি কিছু প্রশ্ন ও উত্তর পাঠানোর ব্যবস্থআ করেন তাহলে খুব ভালো হয়।

LEAVE A REPLY Cancel reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent posts

8th september 2024 current affairs quiz in bengali, september 1st week 2024 current affairs quiz in bengali, শিক্ষক দিবস বক্তৃতা | শিক্ষক দিবস সম্পর্কে কিছু কথা, শিক্ষক দিবস উপলক্ষে বক্তৃতা | teachers day speech in bengali, popular posts, বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ 2023 | bsk new recruitment 2023, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ ২০২৩, archive list.

  • September 2024
  • August 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022

এটি একটি এডুকেশনাল ব্লগ, পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করাই হলো আমাদের মূল লক্ষ্য।

Contact us: [email protected]

All Rights Reserved © Kolom

gandhiji biography bengali

জাতির জনক মহাত্মা গান্ধীর জীবন কাহিনী – Story of Mahatma Gandhi’s Life in Bengali

পরাধীনতার নিরন্ধ্র অন্ধকারে অসহায় নিপীড়িত মানুষের দুঃসময়ে তিনি নিয়ে এলেন মুক্তির বার্তা । দিশেহারা পথভ্রান্ত মানুষকে দীক্ষিত করলেন নবজীবনের মহামন্ত্রে ,ভারতবর্ষের আপামর জনতাকে তিনি জাতীয়তাবাদের প্রবল উন্মাদনায় মাতিয়ে তুললেন ।

সেই নবজাগ্রত জাতির হাতে তিনিই তুলে দিলেন ‘অহিংসা’ নামক অমোঘ এক অস্ত্র ।তিনি আর কেউ নন, তিনি ভারতবাসীর সর্বজনপ্রিয় ,জাতির জনক এবং অন্যতম দেশনায়ক মহাত্মা গান্ধী । তিনি রক্তের বদলে রক্ত চাইলেন না ,আঘাতের প্রত্যুত্তরে প্রত্যাঘাতের কথা কখনো বলেননি ।তাঁর কণ্ঠে ভারতাত্মার শ্বাশ্বত সুরই প্রতিধ্বনিত হয়েছিল । তিনি চেয়েছিলেন মানুষকে আত্মশক্তিতে বলীয়ান করতে, আত্মত্যাগের মহান ব্রতে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে। তাঁর অহিংসা তাই দুর্বলের মুখোশ নয়; নয় ভীরুর হুঙ্কার ।

mahtma gandhiji story

  • ভারতের স্বাধীনতার ইতিহাসে গান্ধীজির অবদান
  • গান্ধীজির সংগ্রাম
  • গাঁধীজির মৃত্যু

মহাত্মা গান্ধীর জীবনী

জন্ম ও বংশ পরিচয়.

১৮৬৯ খ্রিষ্টাব্দে ২ অক্টোব র গুজরাটের পোরবন্দরে ভূমিষ্ঠ হন ভবিষ্যৎ ভারতের স্বাধীনতার যজ্ঞের অন্যতম পুরোহিত মহাত্মা গান্ধী যার বাল্য নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী । তার পিতার নাম করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী এবং মাতা পুতলি বাই । পারিবারিক আদর্শের বেদি মঞ্চেই তাঁর মহৎ জীবনের দীক্ষা। পিতার তেজস্বিতা, সত্যনিষ্ঠা ও বুদ্ধি এবং মাতার ধর্মপ্রাণতা ,ক্ষমা, করুণা সহিষ্ণুতা প্রভৃতি মানবিক গুণ তিনি উত্তরাধিকার সূত্রেই পেয়েছিলেন ।

প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেন গান্ধীজি । ব্যারিস্টারি পড়তে গেলেন বিলেতে কুড়ি বছরের নবীন সেই যুবক। আইনের পঠনপাঠনের অবসরে তিনি গভীরভাবে অধ্যয়ন করলেন বিভিন্ন ধর্মের গ্রন্থাদি ।স্বদেশের মাটিতে পা রাখলেন ১৮৯১ সালে ব্যারিস্টারি পাস করে। বম্বে হাইকোর্টে যোগ দিলেন যেখানে ছিল তাঁর কর্মজীবনের প্রথম পদক্ষেপ ।

mahtama gandhi kahani

কর্মজীবনে কৃতিত্ব

বম্বে হাইকোর্টে ওকালতি দিয়ে কর্মজীবন শুরু করলেও পসার জমাতে না পেরে একটি মোকদ্দমা উপলক্ষে তিনি দক্ষিণ আফ্রিকায় চলে যান । সেসময় দক্ষিণ আফ্রিকায় এশিয়াবাসী তথা কালো মানুষদের ওপর নানা অত্যাচার হতো।

সেখানে গান্ধীজি অহিংসভাবে শুরু করলেন ‘অহিংস সত্যাগ্রহ’ সংগ্রাম । নির্মম অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ালেন রুখে ,অনুভব করলেন সশস্ত্র ইংরেজ শক্তির মোকাবিলার জন্য সংঘবদ্ধ প্রতিবাদের প্রয়োজনীয়তা গড়ে তুললেন নাটাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস । অত্যাচারিত ভারতীয়দের নেতৃত্ব দিলেন নিরস্ত্র গান্ধী ।তিনি প্রহৃত হলেন ,হলেন কারাবন্দি ।তার সত্যাগ্রহ আন্দোলনে নাটাল সরকার শেষ পর্যন্ত ভারতীয়দের দাবি মেনে নিল। অহিংসার অস্ত্রপ্রয়োগে তিনি সফল হলেন ।

মহাত্মা গান্ধীর জীবনী

ভারতীয় স্বাধীনতা আন্দোলন ও গান্ধীজি

১৯১৫ সালে বিজয়ীর সম্মান নিয়ে দেশে ফিরলেন গান্ধীজি। সবরমতী নদীর তীরে গড়ে তুললেন এক আদর্শ সেবাপ্রতিষ্ঠান । ১৮৮৫ সালেই ইতিমধ্যে ভারতের জাতীয় কংগ্রেসের পত্তন হয়েছে। ভারতের নানা প্রান্তে ইংরেজ শক্তির বিরুদ্ধে বিদ্রোহ দানা বাঁধছিল।

কংগ্রেসের পতাকাতলে সংঘবদ্ধ হয়েছিল মুক্তিকামী মানুষ। প্রথম বিশ্বযুদ্ধের রণডংকা বাজতেই অসহায় ইংরেজ ভারতীয়দের সাহায্যপ্রার্থী হল; বিনিময়ে প্রতিশ্রুতি দিল যুদ্ধান্তে ভারতীয়দের হাতে স্বায়ত্তশাসনের অধিকার অর্পণের কথা। কিন্তু যুদ্ধ শেষে স্বায়ত্তশাসনের পরিবর্তে ভারতবাসী পেল রাওলাট আইন। ভারতের নেত্রীবৃন্দ ক্ষুব্ধ হলেন । ১৯২১ সালে জাতীয় কংগ্রেস গান্ধীজির নেতৃত্বে শুরু করল অসহযোগ আন্দোলন ।

ইংরেজ শক্তির বিরুদ্ধে গান্ধীজির সংগ্রাম

অসহযোগ আন্দোলনের ডাকে দেশময় এল নবজাগরণের জোয়ার ।জনসমুদ্র উত্তাল হল। বিক্ষিপ্ত ইংরেজ বিদ্বেষ এবার গণ আন্দোলনের চেহারা নিল। গান্ধীজী এই নবজাগরণের প্রয়োজনীয়তাই গভীরভাবে উপলব্ধি করেছিলেন।

mahatma gandhis struggle india in bengali

তিনি চেয়েছিলেন দেশবাসীকে স্বদেশি ভাবনায় উদ্বুদ্ধ করতে। গ্রামে গ্রামে মানুষকে সংঘবদ্ধ করার প্রয়োজনেই তিনি খাদি ও চরকা কেন্দ্র স্থাপন করেন । তিনি চেয়েছিলেন নিরস্ত্র উত্তাল জাগ্রত জনশক্তি দিয়ে দুর্ধর্ষ ইংরেজ শক্তিকে প্রচণ্ড আঘাত হানতে। শুরু হলো লবণ সত্যাগ্রহ ১৯৩০ খ্রিষ্টাব্দে ইতিহাসে যা ‘ডান্ডি অভিযান’ নামে স্মরণীয় হয়ে আছে ।

ভারতের জনমনে সৃষ্টি হলে উত্তাল তরঙ্গ। সশস্ত্র ইংরেজ বাহিনী ভীত হলো এবং পদ ছেড়ে দিল নিরস্ত্র সংগ্রামের এই সেনা নায়ককে । কিছুদিন পর ইংল্যান্ডে একবার নয় তিন তিনবার বসল গোলটেবিল বৈঠক; উদ্দেশ্য ভারতকে স্বরাজ দেওয়ার সূত্র আবিষ্কার । প্রতিবারই সেখানে ডাক পড়ল গান্ধীজির । ইংরেজদের দুরভিসন্ধিতে প্রতিবারই হতাশ হলেন তিনি।

সভা ত্যাগ করলেন :এবার আরও বৃহত্তর সংগ্রামের প্রস্তুতি চলল। বিশ্বজুড়ে দ্বিতীয় মহাযুদ্ধের দাবানল জ্বলে উঠল । ১৯৪২ সালের ৯ই আগস্ট গান্ধীজি ভারত ছাড় আন্দোলনের ডাক দিলেন, আপামর ভারতবাসীর সামিল হল ।এই সংগ্রামে গান্ধীজি কারাবন্দী হলেন এবং উত্তাল জনতরঙ্গে কেঁপে উঠল ইংরেজ শাসনের ভিত ।

গাঁধীজির জীবনাবসান

১৯৪৬ সালে হিন্দু মুসলমান বিরোধ বাঁধলে গান্ধীজি আপ্রাণ চেষ্টা করলেও দেশত্যাগ ঠেকাতে পারলেন না । ইংরেজ অখন্ড ভারতের মাটিতে দ্বিজাতিতত্ত্বের বিষবৃক্ষের যে বীজ বপন করেছিল কালে কালে সেই বীজ অঙ্কুরিত হয়ে পরিণত বৃক্ষ আত্মপ্রকাশ করেছিল ।

১৯৪৬ এর নৃশংস সাম্প্রদায়িকতা হল সেই বিষফল ।দেশ দ্বিখণ্ডিত হল ; জন্ম নিল দুই ভূখণ্ড ; ভারত ও পাকিস্তান । কিন্তু গান্ধীজি এই বিভেদ চাননি ;এ আঘাত তিনি সামলাতে পারলেন না । ১৯৪৮ সালের ৩০ শে জানুয়ারি দিল্লির প্রার্থনা সভায় যাবার সময় নাথুরাম গডসে নামক এক ধর্মান্ধ যুবক গান্ধীজি কে গুলি করে হত্যা করে । আধুনিক ভারতেরই এক উজ্জ্বল তারকা এমনি করেই মানুষের ক্ষমাহীন পাপের প্রায়শ্চিত্ত করে গেলেন ।

গান্ধীজি ছিলেন সনাতন ভারত ঐতিহ্যের আধুনিক বিগ্রহ যার কাছে অস্পৃশ্যতা ছিল একপ্রকার পাপ । তাঁর মধ্যে মূর্ত হয়ে উঠেছিল সত্য, প্রেম ও অহিংসা । লাঞ্ছিত মানবতার মুক্তিদূত ও স্পর্ধিত রাজশক্তির অনমনীয় প্রতিদ্বন্দ্বী গান্ধীজির ছিল এক বিস্ময়কর সাংগঠনিক প্রতিভা । নবজাগরণের অগ্রদূত মোহনদাস করমচাঁদ গান্ধীর কথা তাই দেশবাসী আজ ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ।

FAQ ( গান্ধীজি সম্পর্কিত প্রশ্নাবলি )

গান্ধীজি কবে ও কোথায় জন্মগ্রহণ করেন .

১৮৬৯ খ্রিষ্টাব্দে ২ অক্টোবর গুজরাটের পোরবন্দরে

গান্ধীজির পুরো বা আসল নাম কি ?

মোহনদাস করমচাঁদ গান্ধী

গান্ধীজির পিতার নাম কি ?

করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী

গান্ধীজির মাতার নাম কি ?

কোন পৌরাণিক চরিত্র জীবন চলার পথে গান্ধীজিকে সবথেকে বেশি প্রভাবিত করেছিল , কোন দুটি জিনিস গান্ধীজি নিজে তাঁর ফুসফুসের সাথে তুলনা করেছিলেন .

অহিংসা ও সত্য

গান্ধীজী কার দ্বারা প্রভাবিত হন?

টলস্টয়, রাস্কিন, থোরো, মাৎসিনি, যীশুখ্রিষ্ট, গৌতম বুদ্ধ

গান্ধীজীর জন্মদিন ২ রা অক্টোবর কোন দিবস হিসাবে পালিত হয় ?

আন্তর্জাতিক অহিংসা দিবস

গান্ধীজীকে জাতির জনক বলে অভিহিত করেন কে ?

সুভাষচন্দ্র বসু

গান্ধীজী প্রথম কোথায় অহিংস আন্দোলন শুরু করেন ?

দক্ষিণ আফ্রিকায় (১৮৯৩)

Go to Generate Picture Page by Entering Your Email Address

If you provide your email then we will not ask you for email again.

  • Create Photo 🤩

gandhiji biography bengali

Editorial Desk

কুমার শানুর জীবনী, বিতর্ক ও বিখ্যাত কিছু গান - Kumar Sanu Biography, Age, Wife, Actual Name, Controversies in Bengali

সংগীত জগতে অত্যন্ত জনপ্রিয় একটি নাম কুমার শানু। ১৯৯০ থেকে ২০০০ সালের সেরা...

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জীবনী ও সৃষ্টিসমূহ - Biography and Works of Sharadindu Bandyopadhyay

 বাংলা সাহিত্যে যাদের লেখনীর অবদান আজও স্মরণীয় সাহিত্যিক শরদিন্দু...

gandhiji biography bengali

Granthagara

Free Online Bengali Library

মহাত্মা গান্ধী | Mahatma Gandhi

Mahatma Gandhi by Rishi Das - ঋষি দাসRoma Rola - রোমাঁ রোলাঁ

লেখকের অন্যান্য বই

  • রামকৃষ্ণের জীবন [সংস্করণ-৪]
  • রামকৃষ্ণের জীবন [সংস্করণ-৩]
  • রামকৃষ্ণের জীবন [সংস্করণ-২]
  • রামকৃষ্ণ-বিবেকানন্দ প্রসঙ্গ
  • বার্ণার্ড শ (একটি মানুষের কাহিনী) [সংস্করণ-২]

সম্পর্কিত বই

  • মণিপুরের ইতিহাস [সংস্করণ-২]
  • বংশ পরিচয় [খণ্ড-৪]
  • বংশ পরিচয় [খণ্ড-৩]
  • আধুনিক ইওরোপ [সংস্করণ-৫]
  • অনুর উত্তরায়ণ

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

  • Issue: * Copyright Infringement Spam Invalid Contents Broken Links
  • Your Name: *
  • Your Email: *

Leave a Comment Cancel reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

-->
                   
  

of the Mahatma


with the Mahatma Gandhi Foundation.
Click here for our

 
 
---- ----

2)
3)
4)
5)       ( These files are in ".zip" format )

2)
3)
4)
5)       ( These files are in ".zip" format )

2)
3)
4)
5)       ( These files are in ".zip" format )

2)
3)
4)
5)       ( These files are in ".zip" format )

2)
3)
4)
5)       ( These files are in ".zip" format )

2)
3)
4)
5)       ( These files are in ".zip" format )


. Join us and retrace the steps of the Salt March of 1930, .





Biography Online

Biography

Mahatma Gandhi Biography

Mahatma Gandhi was a prominent Indian political leader who was a leading figure in the campaign for Indian independence. He employed non-violent principles and peaceful disobedience as a means to achieve his goal. He was assassinated in 1948, shortly after achieving his life goal of Indian independence. In India, he is known as ‘Father of the Nation’.

“When I despair, I remember that all through history the ways of truth and love have always won. There have been tyrants, and murderers, and for a time they can seem invincible, but in the end they always fall. Think of it–always.”

Short Biography of Mahatma Gandhi

mahatma gandhi

Around this time, he also studied the Bible and was struck by the teachings of Jesus Christ  – especially the emphasis on humility and forgiveness. He remained committed to the Bible and Bhagavad Gita throughout his life, though he was critical of aspects of both religions.

Gandhi in South Africa

On completing his degree in Law, Gandhi returned to India, where he was soon sent to South Africa to practise law. In South Africa, Gandhi was struck by the level of racial discrimination and injustice often experienced by Indians. In 1893, he was thrown off a train at the railway station in Pietermaritzburg after a white man complained about Gandhi travelling in first class. This experience was a pivotal moment for Gandhi and he began to represent other Indias who experienced discrimination. As a lawyer he was in high demand and soon he became the unofficial leader for Indians in South Africa. It was in South Africa that Gandhi first experimented with campaigns of civil disobedience and protest; he called his non-violent protests satyagraha . Despite being imprisoned for short periods of time, he also supported the British under certain conditions. During the Boer war, he served as a medic and stretcher-bearer. He felt that by doing his patriotic duty it would make the government more amenable to demands for fair treatment. Gandhi was at the Battle of Spion serving as a medic. An interesting historical anecdote, is that at this battle was also Winston Churchill and Louis Botha (future head of South Africa) He was decorated by the British for his efforts during the Boer War and Zulu rebellion.

Gandhi and Indian Independence

After 21 years in South Africa, Gandhi returned to India in 1915. He became the leader of the Indian nationalist movement campaigning for home rule or Swaraj .

gandhi

Gandhi also encouraged his followers to practise inner discipline to get ready for independence. Gandhi said the Indians had to prove they were deserving of independence. This is in contrast to independence leaders such as Aurobindo Ghose , who argued that Indian independence was not about whether India would offer better or worse government, but that it was the right for India to have self-government.

Gandhi also clashed with others in the Indian independence movement such as Subhas Chandra Bose who advocated direct action to overthrow the British.

Gandhi frequently called off strikes and non-violent protest if he heard people were rioting or violence was involved.

gandhi-Salt_March

In 1930, Gandhi led a famous march to the sea in protest at the new Salt Acts. In the sea, they made their own salt, in violation of British regulations. Many hundreds were arrested and Indian jails were full of Indian independence followers.

“With this I’m shaking the foundations of the British Empire.”

– Gandhi – after holding up a cup of salt at the end of the salt march.

However, whilst the campaign was at its peak some Indian protesters killed some British civilians, and as a result, Gandhi called off the independence movement saying that India was not ready. This broke the heart of many Indians committed to independence. It led to radicals like Bhagat Singh carrying on the campaign for independence, which was particularly strong in Bengal.

In 1931, Gandhi was invited to London to begin talks with the British government on greater self-government for India, but remaining a British colony. During his three month stay, he declined the government’s offer of a free hotel room, preferring to stay with the poor in the East End of London. During the talks, Gandhi opposed the British suggestions of dividing India along communal lines as he felt this would divide a nation which was ethnically mixed. However, at the summit, the British also invited other leaders of India, such as BR Ambedkar and representatives of the Sikhs and Muslims. Although the dominant personality of Indian independence, he could not always speak for the entire nation.

Gandhi’s humour and wit

During this trip, he visited King George in Buckingham Palace, one apocryphal story which illustrates Gandhi’s wit was the question by the king – what do you think of Western civilisation? To which Gandhi replied

“It would be a good idea.”

Gandhi wore a traditional Indian dress, even whilst visiting the king. It led Winston Churchill to make the disparaging remark about the half naked fakir. When Gandhi was asked if was sufficiently dressed to meet the king, Gandhi replied

“The king was wearing clothes enough for both of us.”

Gandhi once said he if did not have a sense of humour he would have committed suicide along time ago.

Gandhi and the Partition of India

After the war, Britain indicated that they would give India independence. However, with the support of the Muslims led by Jinnah, the British planned to partition India into two: India and Pakistan. Ideologically Gandhi was opposed to partition. He worked vigorously to show that Muslims and Hindus could live together peacefully. At his prayer meetings, Muslim prayers were read out alongside Hindu and Christian prayers. However, Gandhi agreed to the partition and spent the day of Independence in prayer mourning the partition. Even Gandhi’s fasts and appeals were insufficient to prevent the wave of sectarian violence and killing that followed the partition.

Away from the politics of Indian independence, Gandhi was harshly critical of the Hindu Caste system. In particular, he inveighed against the ‘untouchable’ caste, who were treated abysmally by society. He launched many campaigns to change the status of untouchables. Although his campaigns were met with much resistance, they did go a long way to changing century-old prejudices.

At the age of 78, Gandhi undertook another fast to try and prevent the sectarian killing. After 5 days, the leaders agreed to stop killing. But ten days later Gandhi was shot dead by a Hindu Brahmin opposed to Gandhi’s support for Muslims and the untouchables.

Gandhi and Religion

Gandhi was a seeker of the truth.

“In the attitude of silence the soul finds the path in a clearer light, and what is elusive and deceptive resolves itself into crystal clearness. Our life is a long and arduous quest after Truth.”

Gandhi said his great aim in life was to have a vision of God. He sought to worship God and promote religious understanding. He sought inspiration from many different religions: Jainism, Islam, Christianity, Hinduism, Buddhism and incorporated them into his own philosophy.

On several occasions, he used religious practices and fasting as part of his political approach. Gandhi felt that personal example could influence public opinion.

“When every hope is gone, ‘when helpers fail and comforts flee,’ I find that help arrives somehow, from I know not where. Supplication, worship, prayer are no superstition; they are acts more real than the acts of eating, drinking, sitting or walking. It is no exaggeration to say that they alone are real, all else is unreal.”

– Gandhi Autobiography – The Story of My Experiments with Truth

Citation: Pettinger, Tejvan . “ Biography of Mahatma Gandhi” , Oxford, UK.  www.biographyonline.net 12th Jan 2011. Last updated 1 Feb 2020.

The Essential Gandhi

Book Cover

The Essential Gandhi: An Anthology of His Writings on His Life, Work, and Ideas at Amazon

Book Cover

Gandhi: An Autobiography – The Story of My Experiments With Truth at Amazon

Related pages

gandhi

Indian men and women involved in the Independence Movement.

  • Nehru Biography

He stood out in his time in history. Non violence as he practised it was part of his spiritual learning usedvas a political tool. How can one say he wasn’t a good lawyer or he wasn’t a good leader when he had such a following and he was part of the negotiations thar brought about Indian Independance? I just dipped into this ti find out about the salt march.:)

  • February 09, 2019 9:31 AM
  • By Lakmali Gunawardena

mahatma gandhi was a good person but he wasn’t all good because when he freed the indian empire the partition grew between the muslims and they fought .this didn’t happen much when the british empire was in control because muslims and hindus had a common enemy to unite against.

I am not saying the british empire was a good thing.

  • January 01, 2019 3:24 PM
  • By marcus carpenter

Dear very nice information Gandhi ji always inspired us thanks a lot.

  • October 01, 2018 1:40 PM

FATHER OF NATION

  • June 03, 2018 8:34 AM

Gandhi was a lawyer who did not make a good impression as a lawyer. His success and influence was mediocre in law religion and politics. He rose to prominence by chance. He was neither a good lawyer or a leader circumstances conspired at a time in history for him to stand out as an astute leader both in South Africa and in India. The British were unable to control the tidal wave of independence in all the countries they ruled at that time. Gandhi was astute enough to seize the opportunity and used non violence as a tool which had no teeth but caused sufficient concern for the British to negotiate and hand over territories which they had milked dry.

  • February 09, 2018 2:30 PM
  • By A S Cassim

By being “astute enough to seize the opportunity” and not being pushed down/ defeated by an Empire, would you agree this is actually the reason why Gandhi made a good impression as a leader? Also, despite his mediocre success and influence as you mentioned, would you agree the outcome of his accomplishments are clearly a demonstration he actually was relevant to law, religion and politics?

  • November 23, 2018 12:45 AM

web analytics

Top of page

The 150th Birth Anniversary of Mahatma Gandhi (1869-1948)

September 24, 2019

Posted by: Anchi Hoh

Share this post:

(The following is a post by Jonathan Loar, South Asia Reference Librarian, Asian Division).

gandhiji biography bengali

On Wednesday October 2, the Library of Congress and Embassy of India will invite the public to the Library for an exhibition to mark the 150th birth anniversary of Mohandas Karamchand Gandhi (1869-1948). This exhibition will draw from the Library’s vast collections to showcase the legacy of India’s social and political leader known by the honorific title “Mahatma” (great soul). It is also an opportunity to learn how Gandhi became one of the most recognizable figures in the Indian independence movement and one of the world’s foremost models of nonviolent resistance.

In India, Mahatma Gandhi’s birthday, known as Gandhi Jayanti, is a national holiday. In 2007, the United Nations designated October 2 as the International Day of Non-Violence . Indeed, this date is an occasion for reflecting on the different stages of his career and his unique philosophy of bringing about change through nonviolence, as well as his contributions to inspiring figures like Nelson Mandela and Martin Luther King, Jr.

M.K. Gandhi was born on October 2, 1869 in Porbandar in what is today India’s western state of Gujarat. He studied law for three years in London, after which he spent his early years as a legal consultant in South Africa. This time proved to be very influential on his political thought, as he witnessed and experienced the stark inequalities engrained in South African society. He drew attention to the government’s harsh treatment of Indians and organized nonviolent resistance to discriminatory laws. Upon return to British-controlled India in January 1915, Gandhi had acquired the skills both of an accomplished lawyer and a community organizer dedicated to peaceful protest.

gandhiji biography bengali

Certainly, the story of the Indian independence movement includes a wide range of personalities and methods for obtaining political goals. Yet, it is also the case that Gandhi’s model of nonviolence is one of the movement’s most enduring components. Gandhi found ways to fight the British not with guns and bombs, but with massive peaceful demonstrations (like the 1930 Salt March), civil disobedience, and long fasts. In one instance, Gandhi explained his commitment to the nonviolent approach in the English-language journal “Young India” in 1925:

“There is no principle worth the name if it is not wholly good. I swear by non-violence because I know that it alone conduces to the highest good of mankind, not merely in the next world, but in this also. I object to violence because, when it appears to do good, the good is only temporary; the evil it does is permanent (“ Young India ,” vol. 7, no. 21, 21 May 1925, p. 178).”

Another major aspect of Mahatma Gandhi’s thought comes from his study of the “ Bhagavad Gita ,” a seminal Hindu religious work originally composed in Sanskrit around two thousand years ago. Gandhi was introduced to the Bhagavad Gita during his studies in England, where he obtained a copy of the text’s English rendering as “ The Song Celestial ” by British poet Edwin Arnold. In Gandhi’s interpretation, the Bhagavad Gita’s central theme is anasakti , or non-attachment. It refers, in essence, to living one’s life free from obsessive, or selfish, attachments to the results of one’s actions, which often produce violence against others. Gandhian philosophy sees a natural affinity between this philosophy of non-attachment and a commitment to nonviolence, two components held together by principles like love, justice, and equality. Because these ideas are commonly found throughout other religions in South Asia, Gandhian philosophy has also served as a blueprint for interreligious cooperation in the fight for the common good.

gandhiji biography bengali

In the United States, a notable admirer of Gandhian philosophy was Martin Luther King, Jr. (1929-1968). King was a seminary student when he first learned of Mahatma Gandhi and his philosophy of nonviolent resistance. King was particularly moved by Gandhi’s notion of satyagraha , which means “firmly holding onto the truth,” namely, the truth that nonviolent civil disobedience is the most effective method to bring about change. In February 1959, King and his wife Coretta traveled to India for a month-long tour of “Gandhi’s land.” King discussed matters of discrimination, race and caste, and social uplift everywhere he went, including meetings with the Indian Prime Minister Jawaharlal Nehru, members of Gandhi’s family, university students, and residents in cities and villages around the country. The fact that Gandhian philosophy was alive and well even after the Mahatma’s assassination in 1948 encouraged Reverend King that nonviolence could be the most potent method for obtaining civil rights in the United States.

Gandhi never visited the United States, but he had correspondence with a number of other Americans, such as Unitarian minister John Haynes Holmes  and social philosopher Richard Gregg .  African-American civil rights leader and theologian Howard Thurman  met Gandhi during a “Negro Delegation of Friendship” in India in 1936, where they discussed a variety of matters, including racial segregation in the United States and the principle of ahimsa , or nonviolence. Gandhi’s impact reaches far beyond India; he is a prominent part of 20th-century American history, too.

gandhiji biography bengali

Mahatma Gandhi is such a towering figure in South Asian history that he and his writings have been the subject of praise, criticism, and everything in between. On one hand, Gandhi is a testament to the power of nonviolence to unite different communities for a common goal, and achieve major political and social transformations. Others, however, contend that his efforts fell short in some areas, such as combating the persistence of caste-based discrimination in Indian society. And there is the complicated intersection of religion and nationalism in the Partition of South Asia in August 1947, out of which Pakistan and India became independent countries. Gandhi was assassinated only four-and-a-half months later on January 30, 1948 by a Hindu nationalist who felt that Gandhi betrayed India’s Hindus by supporting the plan for South Asia’s Partition. Indeed, all of these issues are part of the analysis and re-analysis of Mahatma Gandhi and remain of perennial interest to researchers and authors around the world.

The Library of Congress is an ideal place for learning more about Mahatma Gandhi. The upcoming display on Wednesday October 2 will highlight some of the more notable items in our collections, all of which are available to researchers in our various reading rooms. For example, the Library recently digitized and made available an important item in the South Asian rare book collection: a handwritten draft of an essay with Gandhi’s signature, “ A Common Platform .” This essay, which was written around 1933, shows Gandhi’s support for removing laws upholding practices related to untouchability. More information on “A Common Platform” is in this blog from last week.

gandhiji biography bengali

Many books, journals, and other materials by and about Gandhi in South Asian languages are available in the Library’s Asian Reading Room . This includes a commemorative publication on the nascent Gandhian movement from the editors of the Gujarati literary journal,  Prasthan , in 1926. The Asian Reading Room is also where you will find the multivolume set of Gandhi’s collected works in Gujarati and Hindi, as well as a small Gujarati booklet “ Rāshṭrapitānāṃ caraṇomāṃ “ (At the feet of the father of the nation, 1948), which was published shortly after his assassination. Many older works are available on microfilm, like V.G. Apte’s “ Gāndhi-Gītā ” (Song of Gandhi, 1919), a Marathi work that re-imagines the “Bhagavad Gita” as a modern conversation between a wise “Mahatma” and an inquisitive youth who wants to learn about the Gandhian views on western reform and untouchability, among other topics. Another interesting title on microfilm—“ Rajakiya tikacitre ” (Political cartoons, 1941)–is a collection of cartoons and commentary about the Indian freedom struggle, one of which depicts Mahatma Gandhi as the American cartoon character Popeye the Sailor. However, unlike the American counterpart who grows strong from spinach, Gandhi gains muscle from a can labeled “satyagraha” and “ahimsa.”

Additionally, you will find tons of English-language materials in the Library’s Main Reading Room. This includes various editions and translations of his major works, such as “ Satyagraha in South Africa ,” Gandhi’s political treatise on Indian self-rule “ Hind Swaraj ,” and the autobiography, “ My Experiments with Truth .”

Looking for particular book about Gandhi or the Indian freedom movement? Want to know more about the South Asian collection at the Library of Congress? Submit your questions through the Asian Division’s Ask-a-Librarian  to learn more!

Subscribe  to 4 Corners of the World – it’s free! – and the world’s largest library will send you cool stories about its collections from around the world!

Comments (4)

Gandhi is a good person.

This is undoubtedly the best thing that I’ve come across today in the internet. It was a long time that I have been thinking on this topic but I couldn’t satiate my quench for knowledge through any post that I read. However, today that I came across your article, I seem to have learnt a lot and I have also gained enough knowledge on this topic. Thanks once again. https://thestudycafe.com/mahatma-gandhi-essay/

Granthi’s great

See All Comments

Add a Comment Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • general knowledge
  • Famous Personalities

Mahatma Gandhi Biography: Family, Education, History, Movements, and Facts

Mahatma gandhi's life and methods of struggle impact people now also. the greatness of a man is realized when his life influences people to change for the better, and so was mahatma gandhi's life. after decades of his death, after reading about him, people drastically changed their lives for the better. let's have a look at mahatma gandhi's life, movements, famous quotations written by him, etc. find out about him this martyr's day.

Shikha Goyal

Mohandas Karamchand Gandhi or  Mahatma Gandhi was a renowned freedom activist and an authoritative or powerful political leader who played an essential role in India's struggle for Independence against British rule of India. He was also considered the father of the country. No doubt, he also improved the lives of India's poor people. His birthday is celebrated every year as Gandhi Jayanti. His ideology of truth and non-violence influenced many and was also adopted by Martin Luther and Nelson Mandela for their struggle movement.

Mahatma Gandhi Biography

Mohandas Karamchand Gandhi
2 October, 1869
Porbandar, Gujarat
30 January, 1948
Delhi, India
Shot by Gun or assassination
Karamchand Gandhi
Putlibai Gandhi
Indian
Kasturba Gandhi
Harilal Gandhi, Manilal Gandhi, Ramdas Gandhi and Devdas Gandhi
Lawyer, Politician, Activist, Writer

In South Africa for about 20 years, Mahatma Gandhi protested against injustices and racial discrimination using the non-violent method of protests. His simplistic lifestyle won him, admirers, both in India and the outside world. He was popularly known as Bapu (Father).

Mahatma Gandhi: Early Life and Family Background

He was born on 2 October, 1869 in Porbandar, Gujarat. His father’s name was Karamchand Gandhi and his mother’s name was Putlibai. At the age of 13, Mahatma Gandhi was married to Kasturba which is an arranged marriage. They had four sons namely Harilal, Manilal, Ramdas and Devdas. She supported all the endeavors of her husband until her death in 1944.

His father was Dewan or Chief Minister of Porbandar, the capital of a small principality in Western British India (Now Gujarat State). Mahatma Gandhi was the son of his father's fourth wife Putlibai, who belonged to an affluent Vaishnava family. Let us tell you that in his earlier days, he was deeply influenced by the stories of Shravana and Harishchandra as they reflected the importance of truth.

Mahatma Gandhi: Education 

When Gandhi was 9 years old he went to a local school at Rajkot and studied the basics of arithmetic, history, geography, and languages. At the age of 11, he went to a high school in Rajkot. Because of his wedding, at least about one year, his studies were disturbed and later he joined and completed his schooling. He joined Samaldas college in Bhavnagar in 1888 at Gujarat. Later, one of his family friends Mavji Dave Joshi pursued further studies i.e. law in London. Gandhiji was not satisfied with his studies at Samaldas College and so he became excited by the London proposal and managed to convince his mother and wife that he will not touch non-veg, wine, or women.

Off to London

In the year 1888, Mahatma Gandhi left for London to study law. Thereafter 10 days after arrival, he joined the Inner Temple, one of the four London law colleges, and studied and practiced law. In London, he also joined a Vegetarian Society and was introduced to Bhagavad Gita by some of his vegetarian friends. Later, Bhagavad Gita set an impression and influenced his life.

Top 55 Mahatma Gandhi Quotes for Inspiration and Motivation

Mahatma Gandhi: In South Africa

gandhiji biography bengali

In May 1893 he went to South Africa to work as a lawyer. There he had a first-hand experience of racial discrimination when he was thrown out of the first-class apartment of the train despite holding the first-class ticket because it was reserved for white people only and no Indian or black was allowed to travel in the first class. This incident had a serious effect on him and he decided to protest against racial discrimination. He further observed that this type of incident was quite common against his fellow Indians who were derogatorily referred to as coolies.

READ|  When and Why British first landed on Indian Territory

On  22 May 1894  Gandhi established the  Natal Indian Congress (NIC)  and worked hard to improve the rights of Indians in South Africa. In a short period, Gandhi became a leader of the Indian community in South Africa.  Tirukkural ancient Indian literature, originally written in Tamil and later translated into various languages. Gandhiji was also influenced by this ancient book. He was influenced by the idea of Satyagraha which is a devotion to truth and in 1906 implemented a non-violent protest. He returned to India in 1915, after spending 21 years of his life in South Africa, and no doubt, there he fought for civil rights and at this time he was transformed into a new person.

Mahatma Gandhi: Role in the Indian Independence Movement

In 1915 , Gandhiji returned to India permanently and joined the Indian National Congress with Gopal Krishna Gokhale as his mentor.

Gandhi's first major achievement was in 1918 when he led the Champaran and Kheda agitations of Bihar and Gujarat. He also led Non-Cooperation Movement, Civil Disobedience Movement, Swaraj, and Quit-India movement against the British government.

Gandhi-Irwin Pact

Mahatma Gandhi: Satyagraha

gandhiji biography bengali

Gandhi identified his overall method of non-violent action as Satyagraha. Gandhiji's Satyagraha influenced eminent personalities such as Nelson Mandela and Martin Luther in their struggle for freedom, equality, and social justice. Mahatma Gandhi's Satyagraha was based on true principles and non-violence.

"Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever." - Mahatma Gandhi

READ|  Champaran Satyagraha of Mahatma Gandhi

Mahatma Gandhi: Death

Mohandas Karamchand Gandhi was assassinated on  30 January 1948 by Nathuram Godse. Godse was a Hindu nationalist and a member of the Hindu Mahasabha. He accused Gandhi of favoring Pakistan and was opposed to the doctrine of non-violence.

Mahatma Gandhi: Literary works

Gandhi was a prolific writer. Some of his literary works are as follows:

• Hind Swaraj, published in Gujarati in 1909. 

• He edited several newspapers which included Harijan in Gujarati, in Hindi and the English language; Indian Opinion, Young India, in English, and Navajivan, a Gujarati monthly. 

• Gandhi also wrote his autobiography, The Story of My Experiments with Truth.

• His other autobiographies included: Satyagraha in South Africa, Hind Swaraj or Indian Home Rule.

Gandhi Jayanti Quiz: GK Questions and Answers About Mahatma Gandhi

Mahatma Gandhi: Awards

• In  1930 , Gandhi was named the Man of the Year by Time Magazine.

• In  2011 , Time magazine named Gandhi as one of the top 25 political icons of all time.

• He did not receive the Nobel Peace Prize despite being nominated five times between 1937 and 1948.

• The Government of India institutionalized the annual Gandhi Peace Prize to distinguished social workers, world leaders, and citizens. Nelson Mandela, the leader of South Africa's struggle against apartheid was a recipient of the award.

"Happiness is when what you think, what you say, and what you do are in harmony." - Mahatma Gandhi

Mahatma Gandhi: Film

Ben Kingsley portrayed Mahatma Gandhi in the  1982  film Gandhi, which won the Academy Award for Best Picture.

Therefore, Mahatma Gandhi will be remembered forever as he spread the message of non-violence, truth, and faith in God, and also he fought for India's Independence. His methods inspired various leaders, and youth not only in India but also outside of India. In Indian history, he is considered the most prominent personality and as the simplest person who wears a dhoti. He spread the message of swaraj and taught Indians how to become independent.

  • According to Britannica, "The United Nations declared Gandhi's birthday, October 2nd, as the International Day of Non-violence in 2007."
  • While the world knows him as Mahatma Gandhi, a beacon of nonviolent resistance and Indian independence, his journey began with a more humble name: Mohandas Karamchand Gandhi. Born in 1869, Mohandas' life took a pivotal turn when he encountered the title that would forever shape his legacy: Mahatma.
  • In 1883, at the tender age of 13, Mohandas Gandhi's life took a significant turn when he was arranged to marry Kasturba Makhanji, who was also 13 at the time.
  • In 1930, the world watched with bated breath as India's independence movement gained momentum under the leadership of Mahatma Gandhi. His unwavering commitment to nonviolent resistance, his charisma, and his ability to mobilise millions made him the Person of the Year by the Time Magazine. 
  • A lifelong vegetarian, Mr. Gandhi's meals centered on fresh vegetables, curd, fruits, seeds, and nuts.
READ| Journey of Mahatma Gandhi from South Africa to India

Get here current GK and GK quiz questions in English and Hindi for India , World, Sports and Competitive exam preparation. Download the Jagran Josh Current Affairs App .

  • September Important Days 2024
  • Cyber Commandos
  • Top Cities to Study Abroad
  • GK Quiz on Paralympics
  • Paralympics Medal Tally India 2024
  • Virat Kohli Net Worth
  • How to Use Meta AI
  • India PM List 2024
  • President of India List
  • Finance Ministers List 2024
  • Personalities of India

Latest Education News

Hindi Diwas 2024: हिंदी समेत अन्य भाषाओं को प्रोत्साहित करने के लिए भारत सरकार ने उठाए हैं ये कदम, जानें

UP Police Constable Answer Key 2024 LIVE: 24 अगस्त शिफ्ट 1, 2 परीक्षा की उत्तर कुंजी जारी, ये रहा Link

UP Police Answer Key 2024 OUT: Download PDF Shift 1, 2 Direct Link at uppbpb.gov.in (24 August)

You have an IQ of 140 if you can solve this math puzzle in 8 seconds!

Punjab Board PSEB Class 8 Model Papers 2024-25: Download Model Test Papers Of All Subjects In PDF!

Top 100+ Thought Of The Day For School Assembly In English And Hindi (September 12, 2024)

Today’s School Assembly News Headlines (12th September): Situation Tense in Manipur, Colleges Shut, Internet Suspended, More Than 150 Dead in Vietnam as Typhoon Floods Capital and More

Top 5 Words Of the Day for School Morning Assembly: 12th September, 2024

Vidyasagar University Result 2024 OUT at vidyasagar.ac.in; Direct Link to Download UG and PG Marksheet

MGSU Result 2024 OUT at mgsubikaner.ac.in, Direct Link to Download UG and PG Marksheet PDF

Logic Puzzle: Only 1 in 50 High IQ Detectives Can Solve This Puzzle—Are You One of the Few Who Can?

Asian Hockey Champions Trophy 2024: टीम इंडिया के मैचों की डिटेल्स, पॉइंट्स टेबल, और पूरा शेड्यूल यहां देखें

Haryana Congress Candidates List: कांग्रेस उम्मीदवारों की पहली और दूसरी लिस्ट जारी, यहां देखें सभी के नाम

PM Kisan Beneficiary Status: डायरेक्ट Link से देखें PM-Kisan Samman Nidhi बेनिफिशियरी स्टेटस

CM Kisan Yojana Odisha 2024: कौन है पात्र और क्या है आवेदन प्रक्रिया? सभी डिटेल्स यहां देखें

Unified Pension Scheme: लाभ, पात्रता, न्यूनतम पेंशन राशि, पेंशन कैलकुलेटर सहित सभी डिटेल्स यहां देखें

Haryana Chunav Julana Seat: विनेश के सामने ‘वैरागी’ चुनौती, जुलाना सीट कब किसने जीती, देखें यहां

Haryana BJP Candidate List 2024: बीजेपी उम्मीदवारों की पहली और दूसरी लिस्ट जारी, यहां देखें सभी के नाम

Jasdeep Singh Gill Story: कौन हैं जसदीप सिंह गिल? केमिकल इंजीनियर से धार्मिक गुरु बनने तक की कहानी

Private Car Owners Wont't Have to Pay Toll Tax Now, Only If...

  • WB Primary TET 2022 Question PDF | প্রাথমিক টেট প্রশ্ন ২০২২
  • 15 গণিত পেডাগোজি প্রশ্ন উত্তর পর্ব ৫ FREE PDF
  • 150 MCQ Primary TET Mock Test FREE PDF | প্রাথমিক টেট মক টেস্ট
  • শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF 15 MCQ FREE | পর্ব-৯
  • বাংলা শিক্ষণবিদ্যা প্রশ্ন উত্তর 15 MCQ FREE PDF | SET 5

Students Care Cover Photo

Students Care :: স্টুডেন্টস কেয়ার

বাংলার বৃহত্তম শিক্ষামূলক ব্লগ পোর্টাল

মহাত্মা গান্ধীর জীবনী

মহাত্মা গান্ধীর জীবনী PDF | Mahatma Gandhi Biography in Bengali

মহাত্মা গান্ধীর জীবনী PDF (Mahatma Gandhi Biography in Bengali ) : জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে প্রতিবছরের ২ অক্টোবর  দিনটি সারা দেশ ব্যাপী গান্ধী জয়ন্তী হিসাবে উদযাপন করা হয়ে থাকে। স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে গান্ধী জয়ন্তী উপলক্ষে গান্ধীজীর নানান তথ্য অবলম্বনে কুইজের আয়োজন করা হয়েছে। আপনারা এই কুইজে অংশ গ্রহণ করুণ এবং গান্ধীজী সম্পর্কে নানান তথ্য জেনে নিন।

পরিচ্ছেদসমূহ

গান্ধী জয়ন্তী কী? গান্ধী জয়ন্তী কেন পালন করা হয়?

২রা অক্টোবর গান্ধী জয়ন্তী : গান্ধী জয়ন্তী হল ১৮৬৯ সালের ২রা অক্টোবর জন্মগ্রহণকারী মোহনদাস গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে উদযাপিত একটি অনুষ্ঠান। এটি প্রতিবছর ২রা অক্টোবর পালিত হয় , এবং এটি ভারতের জাতীয় ছুটির মধ্যে একটি। এই দিনটি সারা দেশে সমান মর্যাদার সঙ্গে পালিত হয়। ২০০৭ সালের ১৫ ই জুন ইউএন সাধারণ পরিষদ ঘোষণা করেছিল যে, এদের গৃহীত একটি সিদ্ধান্ত অনুযায়ী ২রা অক্টোবর দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে উদযাপিত করা হবে।

মহাত্মা গান্ধীর সংক্ষিপ্ত পরিচয়ঃ

মোহনদাস কর্মচন্দ গান্ধী বা মহাত্মা গান্ধী (২রা অক্টোবর ১৮৬৯ – ৩০শে জানুয়ারি ১৯৪৮) ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। যার মাধ্যমে স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণ তাদের অভিমত প্রকাশ করে। এ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর ভিত্তি করে এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি, সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা। নবজাগ্রত জাতির হাতে তিনিই তুলে দিয়েছিলেন ‘ অহিংসা ’ নামক অমোঘ এক অস্ত্র । তিনি গোটা ভারতে এবং বিশ্ব জুড়ে মহাত্মা (মহান আত্মা) এবং বাপু (বাবা) নামে পরিচিত। ভারত সরকার তাঁকে ভারতের ‘জাতির জনক’ হিসেবেও ঘোষণা করে।

জন্ম২ অক্টোবর ১৮৬৯
মৃত্য৩০ জানুয়ারি ১৯৪৮
মৃত্যুকালীন স্থান ও বয়সনয়াদিল্লী, ভারত (বয়স ৭৮ বছর)
জন্মস্থানপোরবন্দর, গুজরাট,  ব্রিটিশ ভারত
পিতার নামকরমচাঁদ উত্তমচাঁদ গান্ধী
মাতার নামপুতলিবাই গান্ধী
দাম্পত্য সঙ্গীকস্তুরবা মাখাঞ্জী
সন্তানহরিলাল গান্ধী, মনিলাল গান্ধী, রামদাস গান্ধী এবং দেবদাস গান্ধী
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামমহাত্মা গান্ধী, বাপুজি, গান্ধীজি
শিক্ষাইউনিভার্সিটি কলেজ লন্ডন
পেশাউকিল, রাজনীতিবিদ, আন্দোলনকারী, লেখক
কর্মজীবন ১৮৯৩–১৯৪৮
পরিচিতির কারণভারতীয় স্বাধীনতা আন্দোলনঅহিংস আন্দোলন
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
পুরষ্কারTime Person of the Year (১৯৩০)
সন্তানহরিলালম, নিলালরামদাসদেবদাস
মৃত্যু৩০ জানুয়ারি ১৯৪৮

আজকে এই পোস্টের মাধ্যমে মহাত্মা গান্ধীর জীবনী সম্পর্কে নানান অজানা তথ্য গুলি জেনে নেবো। 

⇒ মহাত্মা গান্ধীর জীবনী বিস্তারিত আলোচনা

জন্ম ও বংশ পরিচয়.

মহাত্মা গান্ধী ১৮৬৯ সালের ২ রা অক্টোবর পোরবন্দরের হিন্দু মোধ পরিবারে জন্মগ্রহণ করেন। যার বাল্য নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী । গান্ধীজীর পূর্বপুরুষগণ বংশানুক্রমে কাথিয়াবাড় প্রদেশের পােরবন্দর নামক স্থানের দেওয়ান ছিলেন । পারিবারিক আদর্শের বেদি মঞ্চেই তাঁর মহৎ জীবনের দীক্ষা। পিতার তেজস্বিতা, সত্যনিষ্ঠা ও বুদ্ধি এবং মাতার ধর্মপ্রাণতা ,ক্ষমা, করুণা সহিষ্ণুতা প্রভৃতি মানবিক গুণ তিনি উত্তরাধিকার সূত্রেই পেয়েছিলেন । তিনি জন্মেছিলেন হিন্দু বৈশ্য গোত্রে , যা ছিল ব্যবসায়ী গোত্র।

মহাত্মা গান্ধীর পিতৃপরিচয়

মহত্মা গান্ধীর বাবার নাম করমচাঁদ গান্ধী (Karamchand Gandhi) । তার পিতা ছিলেন গুজরাতের পোরবন্দরের দেওয়ান (প্রধান মন্ত্রী)। মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) ডাকনাম ছিল কাবা গান্ধী । গুজরাটের সামাজিক রীতি-নিয়ম প্রচলিত ছিল যে, ছেলের নামকরণের সময় বাবার নামও তার নামের সঙ্গে জুড়ে দিতে হত। তাই গান্ধীজীর নামের সাথে ‘করমচাঁদ’ জুরে নাম রাখা হয়েছিল মোহনদাস করমচাঁদ গান্ধী । সেই সময়ের প্রচলিত নিয়ম অনুযায়ী গান্ধীর বাবা চারটি বিবাহ করেছিলেন। করমচাঁদের চার স্ত্রীর মধ্যে তার তৃতীয় স্ত্রী ছিলেন নিঃসন্তান। প্রথম দুই স্ত্রী কম সময়ের ব্যবধানে মারা যাওয়ার পর করমচাঁদ মহত্মা গান্ধীজীর মা কে বিয়ে করেন।

মহাত্মা গান্ধীর মাতৃপরিচয়

মহত্মা গান্ধীর মা এর নাম পুতলিবাই গান্ধী (Putlibai Gandhi)। তিনি প্রাক্তন রাজকোট দেওয়ান করমচাঁদ গান্ধীর কনিষ্ঠা বা চতুর্থ স্ত্রী। পুতলিবাই প্রণামী বৈষ্ণব গোষ্ঠীর ছিলেন এবং হিন্দুধর্মের একনিষ্ঠ সেবিকা ও কঠিন ধর্মানুরাগী নারী। পুতলিবাই-এর পিত্রালয় ছিল গুজরাটের জুনাগড় রাজ্যের দাঁতরানা (দন্তরানা) নামে একটি গ্রামে। তিনি করমচাঁদের থেকে বয়সে বাইশ বছরের ছোট ছিলেন। মোহনদাস ছিলেন তার কনিষ্ঠ সন্তান। যাকে তিনি আদর করে মনিয়া বলে ডাকতেন।

মহাত্মা গান্ধীর শৈশবকাল

বাল্য ও শৈশবের শিক্ষা কাথিয়াবাড়ে সমাপ্ত করেন মােহনদাস। তার শৈশব কালে প্রিয় খেলা ছিল কুকুরের কান মোচড়ানো। গান্ধীর ব্যাপারে তার বোন মন্তব্য করেন, তিনি খেলাধুলা কিংবাা ঘুরাঘুরির ব্যাপারে পারদের মত নিশ্চল ছিলেন। ধার্মিক মায়ের সাথে এবং গুজরাতের জৈন প্রভাবিত পরিবেশে থেকে গান্ধী ছোটবেলা থেকেই জীবের প্রতি অহিংসা, নিরামিষ ভোজন, আত্মশুদ্ধির জন্য উপবাসে থাকা, বিভিন্ন ধর্মাবলম্বী ও সম্প্রদায়ের পারস্পরিক সহিষ্ণুতা ইত্যাদি বিষয় শিখতে শুরু করেন।[ এরপর বিলাতে গিয়ে ব্যারিস্টারি অধ্যয়ন করেন । পরে দেশে ফিরে এসে বােম্বাই হাইকোর্টে আইনব্যবসা আরম্ভ করেন ।

মহাত্মা গান্ধীর শিক্ষাজীবন

মহাত্মা গান্ধী ছোটবেলায় পোরবন্দর ও রাজকোটের ছাত্রজীবনে মাঝারি মানের ছাত্র ছিলেন। গান্ধীর বয়স যখন ৯ বছর তখন তিনি রাজকোটের একটি স্থানীয় স্কুলে ভর্তী হন এবং পাটিগণিত, ইতিহাস, ভূগোল এবং ভাষার মৌলিক বিষয়গুলি অধ্যয়ন করেন। 11 বছর বয়সে, তিনি রাজকোটের একটি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। ১৯৮৭ সালে ১৮ বছর বয়সে কোন রকমে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, ১৯৮৮ সালের জানুয়ারি মাসে গুজরাতের ভবনগরের সামালদাস কলেজে ভর্তি হন। তিনি কলেজেও সুখী ছিলেন না, কারণ তার পরিবারের ইচ্ছা ছিল তাকে আইনজীবী করা। বাবার ইচ্ছে পুরণ করতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাত্র ২০ বছর বয়সে ১৮৮৮ সালের ৪ঠা সেপ্টেম্বর ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যান । এরপর দেশের মাটিতে পা রাখলেন ১৮৯১ সালে ব্যারিস্টারি পাস করে। তাঁর কর্মজীবনের প্রথম পদক্ষেপ শুরু হয় বম্বে হাইকোর্টে যোগ দেওয়ার মাধ্যমে।

মহাত্মা গান্ধীর কর্মজীবন

বম্বে হাইকোর্টে ওকালতি দিয়ে কর্মজীবন শুরু করলেও , তিনি তাঁর প্রথম মামলায় খুব নার্ভাস হয়ে যান। যখন সাক্ষীকে প্রশ্ন করার সময় আছে তখন তাঁর মাথা শূন্য হয়ে যায়। লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে এসেও গান্ধী সেই মুখচোরাই ছিলেন। ব্যবসায় প্রসার ছিল না। প্রসার হবেই বা কিভাবে? আদালতে দাঁড়িয়ে কথা বলতে গেলে তার যে পা কাঁপত। বিপক্ষের উকিল কিছু বললে তিনি আমতা আমতা করে কোন উত্তরই দিতে পারতেন না। এমন উকিলকে কে চাইবে? অগত্যা গান্ধীজী তার ক্লায়েন্টকে সম্পূর্ণ পারিশ্রমিক ফেরত দিয়ে দেন। এরপর গান্ধীজি দাদা আব্দুল্লা এন্ড সন্সের আইনজীবী হিসাবে দক্ষিণ আফ্রিকায় যান। সেসময় দক্ষিণ আফ্রিকায় এশিয়াবাসী তথা কালো মানুষদের ওপর নানা অত্যাচার হতো। সেখানে গান্ধীজি অহিংসভাবে শুরু করলেন ‘অহিংস সত্যাগ্রহ’ সংগ্রাম । ২২শে মে ১৮৯৪ সালে গান্ধী নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন।

মহাত্মা গান্ধীর বিবাহ জীবন

১৮৮৩ সালে মাত্র ১৩ বছর বয়সে মহাত্মা গান্ধী তার বাবা মায়ের পছন্দে কস্তুরবা মাখাঞ্জীকে (কাস্তুবাই নামেও পরিচিত ছিলেন) বিয়ে করেন। তাদের চার পুত্র সন্তান জন্মায় যাদের নাম হরিলাল গান্ধী, (জন্ম ১৮৮৮) মনিলাল গান্ধী, (জন্ম ১৮৯২) রামদাস গান্ধী (জন্ম ১৮৯৭) এবং দেবদাস গান্ধী (জন্ম ১৯০০) সালে।

মহাত্মা গান্ধী: ভারতের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা

দক্ষিণ আফ্রিকাতে ২১ বছর কাটানোর পর ১৯১৫ সালের ৯ই জানুয়ারী গান্ধী ভারতে ফিরে আসেন। এইজন্য ওই দিনটিকে  প্রবাসী ভারতীয় দিবস  হিসাবে পালন করা হয়। গান্ধীর ভারতীয় রাজনীতি এবং ভারতীয় জনগণের সাথে পরিচয় হয় গোপালকৃষ্ণ গোখলের মাধ্যমে, যিনি তৎকালীন একজন সম্মানিত  কংগ্রেস  নেতা ছিলেন। গান্ধীর প্রথম বড় কৃতিত্ব ছিল ১৯১৮ সালে যখন তিনি বিহারের চম্পারণ ও খেদা আন্দোলনের নেতৃত্ব দেন। এছাড়াও তিনি তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, স্বরাজ এবং ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন।

মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন

পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে সাধারণ মানুষের উপরে ব্রিটিশ সরকার কর্তৃক সংগঠিত হত্যাকাণ্ডের ফলে জনসাধারণ ক্ষুব্ধ হয়ে যায় এবং সহিংসতার মাত্রা বৃদ্ধি পায়। গান্ধী তার অহিংস কর্মের সামগ্রিক পদ্ধতিকে সত্যাগ্রহ হিসাবে চিহ্নিত করেছিলেন। গান্ধীজির সত্যাগ্রহ নেলসন ম্যান্ডেলা এবং মার্টিন লুথারের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের স্বাধীনতা, সাম্য এবং সামাজিক ন্যায়বিচারের সংগ্রামে প্রভাবিত করেছিল। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ ছিল প্রকৃত নীতি ও অহিংসার উপর ভিত্তি করে।

[আরও পড়ুন- জাতীয় ও আন্তর্জাতিক দিবস তালিকা ১২ টি মাসের]

⇒ ভারতবর্ষে গান্ধীজীর কয়েকটি আন্দোলন

১. চম্পারন আন্দোলন –.

১৯১৮ সালে গান্ধীজী ইংরেজ জমিদারদের বিরুদ্ধে বলপূর্বক নীল চাষ করানোর অভিযোগ এনে চম্পারন আন্দোলনে নেতৃত্ব দেন।

২. খেড়া সত্যাগ্ৰহ –

১৯১৮ সালে খেড়া নামক স্থানে মনে হয় এবং প্রচুর ফসল নষ্ট হয়েছিল, যার ফলে কৃষকদের কর ছাড়ের প্রয়োজন ছিল। ফলস্বরূপ, গান্ধীজি পুনরায় অহিংস খেড়া সত্যাগ্ৰহ আন্দোলন শুরু করেন।

৩. খিলাফত আন্দোলন –

খিলাফত আন্দোলন সর্বভারতীয় আন্দোলন ছিল। ১৯১৯ সালে গান্ধীজীর অনুমান করলেন যে কংগ্রেস দুর্বল হয়ে যাচ্ছে। ফলে তিনি মুসলিম সমাজের কাছে যান। তাঁ পরিকল্পনা ছিল হিন্দু মুসলিম একতা বজায় রেখে ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য করা।

৪. অসহযোগ আন্দোলন

বিভিন্ন আন্দোলনের মোকাবিলা করার জন্য ইংরেজ সরকার ১৯১৯ রাওলাট আইন (Roulatt Act) পাশ করেন। এই আইনের পরিপ্রেক্ষিতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়। মহাত্মা গান্ধী এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৯২০ সালে অসহযোগ আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল ভারতীয়রা যেন কোন ভাবে ইংরেজদের সাহায্য না করে।

৫. ডান্ডি আন্দোলন

১৯৩০ সালে তিনি এই শুরু করেন। এ আন্দোলন লবণ সত্যাগ্রহ আন্দোলন বা ডান্ডি আন্দোলন বা ডান্ডি মার্চ বা Civil Disobedience Movement নামে পরিচিত।

৬. ভারত ছাড়ো আন্দোলন

১৯৪২ সালে তিনি বিস্তৃতভাবে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন।

গান্ধিজী ও ভারতের স্বাধীনতা লাভ:

 ১৯৪৬ এর নৃশংস সাম্প্রদায়িকতা হল সেই বিষফল । দেশ দ্বিখণ্ডিত হল ; জন্ম নিল দুই ভূখণ্ড ; ভারত ও পাকিস্তান । ১৯৪৭ খ্রিঃ ১৫ ই আগস্ট ভারত দেশভাগের মূল্য দিয়ে স্বাধীনতা অর্জন করে । সেই বছরেই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য গান্ধীজির । নােয়াখালি সফর ভারত ইতিহাসের এক উল্লেখযােগ্য ঘটনা । অপরদিকে, পাকিস্তান স্বাধীনতা লাভ করে একদিন আগে ১৪ ই আগস্ট ১৯৪৭ ।

গাঁধীজির জীবনাবসান

১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গান্ধীকে এক আততায়ী গুলি করে হত্যা করা হয়। সে সময় তিনি নতুন দিল্লীর বিরলা ভবন (বিরলা হাউস) মাঝে রাত্রিকালীন পথসভা করছিলেন। নতুন দিল্লির রাজঘাটের স্মৃতিসৌধে আছে – “হে রাম” – শব্দ দুটিকে গান্ধীর শেষ কথা বলে বিশ্বাস করা হয়। গান্ধীর ইচ্ছানুযায়ী, তার দেহভস্ম বিশ্বের বেশ কয়েকটি প্রধান নদী যেমন: নীলনদ, ভোলগা, টেমস প্রভৃতিতে ডুবানো হয়।

⇒ গান্ধীজীর বিভিন্ন উপাধি

  • নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজী কে রাষ্ট্রপিতা বলে সম্বোধন করেন।
  • ভারত বর্ষে মহাত্মা গান্ধীকে জাতির জনক   বলা হয়।
  • রবীনাথ ঠাকুর মাতা গান্ধীজী কে মহাত্মা উপাধি দেন।
  • গান্ধীজিকে অর্ধনগ্ন সাধু (Half Naked Saint) বলতেন Frank Mores ।
  • চার্চিল (Winston Churchill, ১৯৩১) গান্ধীজীকে ফকির বলতেন।

⇒ মহাত্মা গান্ধীর আত্বজীবনীর নাম কী?

“My experiments with truth”.

⇒ গান্ধীজীর লেখা বই গুলি কী কী?

  • হিন্দ স্বরাজ (Hind Swaraj), ১৯০৯
  • My experiments with truth , ১৯২৭ – মহাত্মা গান্ধীর আত্ম জীবনী

⇒ গান্ধীজী সম্পাদিত পত্র পত্রিকা

  • Indian Opinion (১৯০৩-১৫) – ইংরেজি, হিন্দি, গুজরাটি ও তেলেগু ভাষায়।
  • Harijan (হরিজন ১৯১৯-৩১) – ইংরেজি, গুজরাটি ও হিন্দি ভাষায়।
  • Young India – ইংরেজি ও গুজরাটি ভাষায়।

গান্ধী বিষয়ক বই গুলি কী কী?

বেশ কয়েকজন জীবনীকার গান্ধীর জীবনী রচনার কাজ করেছেন। এর মধ্যে দুইটি রচনা প্রণিধানযোগ্য।

  • Mahatma. Life of Mohandas Karamchand Gandhi – ডি. জি. তেন্ডুলকর
  • Mahatma Gandhi – পিয়ারীলাল ও সুশীলা নায়ার
  • Gandhi Behind the Mask of Divinity – আমেরিকান সেনাবাহিনীর জি বি সিংহ

♦ গান্ধীজীর সম্পর্কে আরও কিছু তথ্য :

  • ১৮৮৮ সালে ব্যারিস্টারি পড়ার জন্য তিনি লন্ডনে যান।
  • ১৯২১ সালের ডিসেম্বর মাঝে মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহী দায়িত্বপ্রাপ্ত হন। তার নেতৃত্বে কংগ্রেস স্বরাজের লক্ষ্যকে সামনে রেখে নতুন সংবিধান গ্রহণ করেন।
  • ৪টি মহাদেশের ১২টি দেশের গণ-আন্দোলনের সঙ্গে জড়িয়ে ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী।
  • ১৯২৮ সালের ডিসেম্বরে ব্রিটিশ সরকারের প্রতি ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়ার দাবি জানান।
  • ১৯৩৩ সালের ৮ মে তিনি হরিজন আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ২১ দিন ধরে অনশন করেন।
  • ব্রিটেন মহাত্মার জন্ম শতবর্ষ উপলক্ষে ১৯৬৯ সালে তাঁর নামে ডাকটিকিট চালু করে।
  • স্বাধীনতা পাওয়ার পরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রথম বক্তৃতার সময় সেখানে উপস্থিত ছিলেন না গান্ধী। ধর্মীয় সংহতি বজায় রাখতে কলকাতায় ছিলেন তিনি।
  • মহাত্মা গান্ধীর ইংরেজি উচ্চারণের মধ্যে আইরিশ প্রভাব ছিল। কারণ তাঁর প্রথম শিক্ষক ছিলেন একজন আইরিশ।
  • গান্ধীজী কখনো মার্কিন যুক্তরাষ্ট্রে যাননি। তবে সেখানেও তাঁর ভক্ত কম নেই। তাঁর অন্যতম বড় অনুরাগী ছিলেন হেনরি ফোর্ড। এক সাংবাদিকের হাত দিয়ে তাঁকে একটি সুতা কাটার চরকা উপহার দেন গান্ধী।

⇒ মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে কিছু SAQ প্রশ্ন উত্তর

১. গান্ধীজীর আসল নাম কী ছিল?

উঃ মোহনদাস করমচাঁদ গান্ধী

২. গান্ধীজীর বাবার নাম কি ছিল?

উঃ করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী

৩. গান্ধীজীর বাবার ডাক নাম কী ছিল?

উঃ কাবা গান্ধী

৪. গান্ধীজীর ঠাকুরদার নাম কী ছিল?

উঃ উত্তমচাঁদ গান্ধী

৫. গান্ধীজীর মার নাম কী ছিল?

উঃ পুতলিবা।

৬. গান্ধীজীর স্ত্রীর নাম কী ছিলো?

উঃ কস্তুরবা মাখাঞ্জী (কাস্তুবাই নামেও পরিচিত ছিলেন)

৭. গান্ধীজীর শশুরের নাম কী ছিল?

উঃ গোকূলদাস কাপাডিয়া

৮. গান্ধীজীর চার পুত্র সন্তানের নাম কী?

উঃ হরিলাল, মণিলাল, রামদাস, দেবদাস।

৯. কোন্‌ সালে এবং কত বছর বয়সে গান্ধীজী মেট্রিক পাস করেন?

উঃ ১৮৮৭ সালে.১৮ বছর বয়সে।

১০. গান্ধীজীর মুখ থেকে নিঃসৃত শেষ কথাটি কি ছিল?

উঃ গান্ধীজীর মুখ থেকে নিঃসৃত শেষ কথাটি ছিল “হে রাম” ।

⇒ গান্ধীজীর কিছু বিশেষ বাণী

  • যখনই কোনও প্রতিপক্ষের মুখোমুখি হবে , তাকে ভালোবাসার সাথে অর্জন করো।
  • দুর্বল মানুষ কখনও ক্ষমা করতে পারে না , ক্ষমা শক্তিমানের ধর্ম।
  • আজ তুমি যা করবে , তার উপরই নির্ভর করবে ভবিষ্যত।
  • চোখের বদলে চোখ গোটা বিশ্বকে অন্ধ করে দেবে।
  • এমনভাবে জীবনযাপন করো , যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে। এমনভাবে শিখবে যেন তোমার সময়ের অভাব নেই,তুমি চিরজীবী।
  • ভালোবাসা জগতের সবচেয়ে শক্তিশালী শক্তি।
  • যেদিন ভালবাসা , ক্ষমতার লোভকে হরিয়ে দেবে, সেদিন এই পৃথিবীতে শান্তি ফিরে আসবে।
  • পৃথিবীতে তুমি যে পরিবর্তন দেখতে চাও তা নিজ থেকেই শুরু করো।
  • ভিড়ের মধ্যে দাঁড়ানো সহজ , কিন্তু একাকী দাঁড়াতে সাহস দরকার।

⇒ গান্ধীজীকে নিয়ে বিশেষ কুইজ পরিবেষণ

১. মোহনদাস করমচাঁদ গান্ধীকে ‘মহাত্মা’ উপাধিতে ভূষিত করেছিলেন?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) ব্রিটিশ সরকার

গ) জওহরলাল নেহেরু

ঘ) এক অজ্ঞাত সাংবাদিক

উত্তর-  ক

২. গান্ধীজী কে “জাতির জনক” নামে সম্বোধন করেন কে?

খ) বিদ্যাসাগর

ঘ) নেতাজী সুভাষ চন্দ্র বসু

উত্তর-  ঘ

৩. জাতিসংঘ কবে গান্ধীজীর স্মরণে ২রা অক্টোবরকে “আন্তর্জাতিক অহিংস দিবস” হিসেবে ঘোষণা করে?

ক) ১৫ জুন ২০০৭

খ) ১৫ জুন ২০১০

গ) ১৮ জুন ২০০৭

ঘ) ১৫ জুলাই ২০০৭

ব্যাখ্যা- ২০০৭ সালের ১৫ই জুন জাতিসংঘের সাধারণ সভায় ২রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের সকল সদস্য দেশ এ দিবস পালনে সম্মতি জ্ঞাপন করে।

৪. কত বছর বয়সে গান্ধীজী কে কাস্তবাইয়ের সাথে বিয়ের বন্ধনে বেঁধে দেয়া হয়?

উত্তর-  খ

ব্যাখ্যা- গান্ধী কিশোর বয়সে বিয়ে করেছিলেন। করেছিলেন বললে খানিক ভুল হবে, করানো হয়েছিল। কাস্তবাইয়ের সাথে তার ৭ বছর বয়সেই বিয়ে ঠিক হয়। ১৮৮৩ সালে ১৩ বছর বয়সের গান্ধীকে ১৪ বছর বয়সী কাস্তবাইয়ের সাথে বিয়ের বন্ধনে বেঁধে দেয়া হয়। সেই বন্ধন গান্ধী সারাজীবন অটুট রেখেছিলেন। শুধু তাই নয়, গান্ধীর সকল আন্দোলনের অন্যতম অনুপ্রেরণাদাত্রীও ছিলেন কাস্তবাই। যদিও ৩৭ বছর বয়সে গান্ধী নারী সংসর্গ পরিত্যাগ করেন। বৈবাহিক জীবনে কাস্তবাই এবং গান্ধী ৪ ছেলে সন্তানের জন্ম দেন। এদের নাম হল- হরিলাল, মণিলাল, রামদাস, দেবদাস।

৫. “রামচন্দ্রের লঙ্কা অভিযানের মত গান্ধীজীর এই মিছিল স্মরণীয় হয়ে থাকবে”- গান্ধীজীর ডান্ডি অভিযান সম্পর্কে কে এই উক্তি করেছিলেন?

ক) সরোজিনী নাইডু

খ) মতিলাল নেহেরু

গ) বল্লবভাই প্যাটেল

ঘ) জওহরলাল নেহেরু

ব্যাখ্যা- ১৯৩০ সালের ১২ মার্চ ডান্ডি পদযাত্রা বা লবন সত্যাগ্রহ শুরু হয়। এই সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। লবণ পদযাত্রা ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের একচেটিয়া লবণ নীতির বিরুদ্ধে একটি অহিংস করপ্রদান-বিরোধী প্রতিবাদ আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমেই আইন অমান্য আন্দোলনের সূচনা হয়।

মহাত্মা গান্ধী আমেদাবাদের কাছে তার সবরমতী আশ্রম থেকে ডান্ডি পদযাত্রা শুরু করে ২৪ দিনে ২৪০ মাইল (৩৯০ কিলোমিটার) পথ পায়ে হেঁটে ডান্ডি গ্রামে এসে বিনা-করে সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করেন। বিরাট সংখ্যক ভারতীয় তার সঙ্গে ডান্ডিতে আসেন। ১৯৩০ সালের ৬ এপ্রিল সকাল সাড়ে ৬টার সময় গান্ধীজি লবণ আইন ভেঙে প্রথম লবণ প্রস্তুত করেছিলেন।

৬. বাল্যকালে গান্ধীজীর ডাক নাম কী ছিল?

ক) মানু বা মানিয়া

৭. ১৯৪২ সালের ৮ আগস্ট মুম্বাই এর গৌলিয়া ট্যাঙ্ক ময়দানে ভারত ছাড়ো আন্দোলনের গান্ধীজীর সেই বিখ্যাত স্লোগানটি কি ছিল?

ক) ‘করো অথবা মরো’ (Do or Die)

খ) ‘সারে জাহাঁ সে আচ্ছা..’

গ) ‘স্বরাজ জন্মগত অধিকার’

ঘ) ‘সরফোরশি কি তমন্না’

৮. গান্ধীজী তাঁর ফুসফুসের সাথে তুলনা করেছেন নিচের কোন্‌ দুটি কে?

ক) ব্রম্ভ্রচর্য ও ত্যাগ

খ) অহিংসা ও শান্তি

গ) অহিংসা ও সত্য

ঘ) সত্য ও শান্তি

উত্তর-  গ

৯. “নতজানু হয়ে রুটি চেয়ে পেলাম কেবল পাথর”- এই বিখ্যাত উক্তিটি গাধীজী কোন আন্দোলের পরিপ্রেক্ষিতে করেছিলেন?

ক) ডান্ডি অভিযান

খ) অসহযোগ আন্দোলন

গ) ভারত ছাড়ো আন্দোলন

ঘ) খিলাফৎ আন্দোলন

১০. গান্ধী তার জীবদ্দশায় দক্ষিণ আফ্রিকা এবং ভারতে সব মিলিয়ে কতবার গ্রেপ্তার হয়েছিলেন?

ব্যাখ্যা- গান্ধী তার জীবদ্দশায় দক্ষিণ আফ্রিকা এবং ভারতে সব মিলিয়ে ১৩ বার গ্রেপ্তার হয়েছিলেন। সবচেয়ে বড় সাজার আদেশ পেয়েছিলেন ১৯২২ সালে Young India পত্রিকায় ব্রিটিশ বিরোধী জ্বালাময়ী আর্টিকেল লেখার জন্য তাকে ৬ বছরের কারাদন্ড দেয়া হয় কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তাকে ১৯২৪ সালেই মুক্তি দেয়া হয়।

১১. নোবেল কমিটি গান্ধীজী কে কতবার নোবেল মনোনয়ন দিয়েছিল?

ব্যাখ্যা- আমরা ভালো কাজকে পুরস্কৃত করে থাকি। কিন্তু কিছু কিছু কর্ম থাকে, কিছু কিছু মানুষ থাকেন যারা সকল পুরস্কারের ঊর্ধ্বে, বরং পুরষ্কার তাদের মহৎ কর্মকে খাটো করে। গান্ধী হলেন তেমনি পুরস্কারের ঊর্ধ্বের মানুষ। যাকে নোবেল কমিটি ৫ বার নোবেল মনোনয়ন দিয়েছিল। ১৯৩৭, ১৯৩৮, ১৯৩৯ এবং ১৯৪৭ সালে মনোনয়ন দিলেও ১৯৪৮ সালে শান্তিতে নোবেল গান্ধিরই পাবার কথা ছিল। কিন্তু ২ অক্টোবর আততায়ীর গুলিতে মৃত্যু হওয়ায় গান্ধীকে পুরষ্কার দিয়ে খাটো করা যায়নি।

১২. মহাত্মা গান্ধী জগৎ বিখ্যাত “Time Magazine” এর ‘Man of the Year’ হয়েছিলেন কত সালে?

  • ← Madhyamik Life Science Question 2017 | মাধ্যমিক জীবনবিজ্ঞাব ২০১৭
  • কুইজ : গান্ধী জয়ন্তী তে মহাত্মা গান্ধীজী কে নিয়ে বিশেষ কুইজ →

gandhiji biography bengali

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

You May Also Like

বিভিন্ন পাখির বৈজ্ঞানিক নাম

বিভিন্ন পাখির বৈজ্ঞানিক নাম ও তাদের ইংরেজি নামের তালিকা PDF

ভারতীয় সংবিধান দিবস

ভারতীয় সংবিধান দিবস PDF: তারিখ, ইতিহাস, তাৎপর্য, উদযাপন এবং মূল তথ্য

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা গুলির PDF Download

One thought on “ মহাত্মা গান্ধীর জীবনী pdf | mahatma gandhi biography in bengali ”.

Pingback: কুইজ : গান্ধী জয়ন্তী তে মহাত্মা গান্ধীজী কে নিয়ে বিশেষ কুইজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

By using this form you agree with the storage and handling of your data by this website. *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed .

Encyclopedia Britannica

  • History & Society
  • Science & Tech
  • Biographies
  • Animals & Nature
  • Geography & Travel
  • Arts & Culture
  • Games & Quizzes
  • On This Day
  • One Good Fact
  • New Articles
  • Lifestyles & Social Issues
  • Philosophy & Religion
  • Politics, Law & Government
  • World History
  • Health & Medicine
  • Browse Biographies
  • Birds, Reptiles & Other Vertebrates
  • Bugs, Mollusks & Other Invertebrates
  • Environment
  • Fossils & Geologic Time
  • Entertainment & Pop Culture
  • Sports & Recreation
  • Visual Arts
  • Demystified
  • Image Galleries
  • Infographics
  • Top Questions
  • Britannica Kids
  • Saving Earth
  • Space Next 50
  • Student Center

Mahatma Gandhi

Mahatma Gandhi summary

Explore the life of mahatma gandhi as a political and social activist.

Mahatma Gandhi , byname of Mohandas Karamchand Gandhi , (born Oct. 2, 1869, Porbandar, India—died Jan. 30, 1948, Delhi), Preeminent leader of Indian nationalism and prophet of nonviolence in the 20th century.

Gandhi grew up in a home steeped in religion, and he took for granted religious tolerance and the doctrine of ahimsa (noninjury to all living beings). He studied law in England from 1888 to 1891, and in 1893 he took a job with an Indian firm in South Africa. There he became an effective advocate for Indian rights.

In 1906 he first put into action satyagraha, his technique of nonviolent resistance. His success in South Africa gave him an international reputation, and in 1915 he returned to India and within a few years became the leader of a nationwide struggle for Indian home rule. By 1920 Gandhi commanded influence hitherto unattained by any political leader in India.

He refashioned the Indian National Congress into an effective political instrument of Indian nationalism and undertook major campaigns of nonviolent resistance in 1920–22, 1930–34 (including his momentous march to the sea to collect salt to protest a government monopoly), and 1940–42. In the 1930s he also campaigned to end discrimination against India’s lower-caste “ untouchables ” (Dalits; officially designated as Scheduled Castes) and concentrated on educating rural India and promoting cottage industry.

India achieved dominion status in 1947, but the partition of the subcontinent into India and Pakistan was a great disappointment to Gandhi, who had long worked for Hindu-Muslim unity. In September 1947 he ended rioting in Calcutta (Kolkata) by fasting. Known as the Mahatma (“Great-Souled”), Gandhi had won the affection and loyalty of millions. In January 1948 he was shot and killed by a young Hindu fanatic.

Mahatma Gandhi

gandhiji biography bengali

  • History Classics
  • Your Profile
  • Find History on Facebook (Opens in a new window)
  • Find History on Twitter (Opens in a new window)
  • Find History on YouTube (Opens in a new window)
  • Find History on Instagram (Opens in a new window)
  • Find History on TikTok (Opens in a new window)
  • This Day In History
  • History Podcasts
  • History Vault

Mahatma Gandhi

By: History.com Editors

Updated: June 6, 2019 | Original: July 30, 2010

Mahatma GandhiIndian statesman and activist Mohandas Karamchand Gandhi (1869 - 1948), circa 1940. (Photo by Dinodia Photos/Getty Images)

Revered the world over for his nonviolent philosophy of passive resistance, Mohandas Karamchand Gandhi was known to his many followers as Mahatma, or “the great-souled one.” He began his activism as an Indian immigrant in South Africa in the early 1900s, and in the years following World War I became the leading figure in India’s struggle to gain independence from Great Britain. Known for his ascetic lifestyle–he often dressed only in a loincloth and shawl–and devout Hindu faith, Gandhi was imprisoned several times during his pursuit of non-cooperation, and undertook a number of hunger strikes to protest the oppression of India’s poorest classes, among other injustices. After Partition in 1947, he continued to work toward peace between Hindus and Muslims. Gandhi was shot to death in Delhi in January 1948 by a Hindu fundamentalist.

Mohandas Karamchand Gandhi was born on October 2, 1869, at Porbandar, in the present-day Indian state of Gujarat. His father was the dewan (chief minister) of Porbandar; his deeply religious mother was a devoted practitioner of Vaishnavism (worship of the Hindu god Vishnu), influenced by Jainism, an ascetic religion governed by tenets of self-discipline and nonviolence. At the age of 19, Mohandas left home to study law in London at the Inner Temple, one of the city’s four law colleges. Upon returning to India in mid-1891, he set up a law practice in Bombay, but met with little success. He soon accepted a position with an Indian firm that sent him to its office in South Africa. Along with his wife, Kasturbai, and their children, Gandhi remained in South Africa for nearly 20 years.

Did you know? In the famous Salt March of April-May 1930, thousands of Indians followed Gandhi from Ahmadabad to the Arabian Sea. The march resulted in the arrest of nearly 60,000 people, including Gandhi himself.

Gandhi was appalled by the discrimination he experienced as an Indian immigrant in South Africa. When a European magistrate in Durban asked him to take off his turban, he refused and left the courtroom. On a train voyage to Pretoria, he was thrown out of a first-class railway compartment and beaten up by a white stagecoach driver after refusing to give up his seat for a European passenger. That train journey served as a turning point for Gandhi, and he soon began developing and teaching the concept of satyagraha (“truth and firmness”), or passive resistance, as a way of non-cooperation with authorities.

The Birth of Passive Resistance

In 1906, after the Transvaal government passed an ordinance regarding the registration of its Indian population, Gandhi led a campaign of civil disobedience that would last for the next eight years. During its final phase in 1913, hundreds of Indians living in South Africa, including women, went to jail, and thousands of striking Indian miners were imprisoned, flogged and even shot. Finally, under pressure from the British and Indian governments, the government of South Africa accepted a compromise negotiated by Gandhi and General Jan Christian Smuts, which included important concessions such as the recognition of Indian marriages and the abolition of the existing poll tax for Indians.

In July 1914, Gandhi left South Africa to return to India. He supported the British war effort in World War I but remained critical of colonial authorities for measures he felt were unjust. In 1919, Gandhi launched an organized campaign of passive resistance in response to Parliament’s passage of the Rowlatt Acts, which gave colonial authorities emergency powers to suppress subversive activities. He backed off after violence broke out–including the massacre by British-led soldiers of some 400 Indians attending a meeting at Amritsar–but only temporarily, and by 1920 he was the most visible figure in the movement for Indian independence.

gandhiji biography bengali

6 Things You Might Not Know About Gandhi

The iconic Indian activist, known for his principle of nonviolent resistance, had humble beginnings and left an outsized legacy.

When Gandhi’s Salt March Rattled British Colonial Rule

In March 1930, Mahatma Gandhi and his followers set off on a brisk 241‑mile march to the Arabian Sea town of Dandi to lay Indian claim to the nation's own salt.

Assassination of Gandhi

Passive Resistance For some 50 years, Gandhi, born on October 2, 1869, and called “Mahatma” (“great‑souled” in Sanskrit), fought for India’s independence from Britain, practicing civil disobedience and peaceful protests that included fasting, boycotts and marches. He was an adherent of satyagraha (“truth‑force”), a passive political resistance he defined as “a weapon of the strongest […]

Leader of a Movement

As part of his nonviolent non-cooperation campaign for home rule, Gandhi stressed the importance of economic independence for India. He particularly advocated the manufacture of khaddar, or homespun cloth, in order to replace imported textiles from Britain. Gandhi’s eloquence and embrace of an ascetic lifestyle based on prayer, fasting and meditation earned him the reverence of his followers, who called him Mahatma (Sanskrit for “the great-souled one”). Invested with all the authority of the Indian National Congress (INC or Congress Party), Gandhi turned the independence movement into a massive organization, leading boycotts of British manufacturers and institutions representing British influence in India, including legislatures and schools.

After sporadic violence broke out, Gandhi announced the end of the resistance movement, to the dismay of his followers. British authorities arrested Gandhi in March 1922 and tried him for sedition; he was sentenced to six years in prison but was released in 1924 after undergoing an operation for appendicitis. He refrained from active participation in politics for the next several years, but in 1930 launched a new civil disobedience campaign against the colonial government’s tax on salt, which greatly affected Indian’s poorest citizens.

A Divided Movement

In 1931, after British authorities made some concessions, Gandhi again called off the resistance movement and agreed to represent the Congress Party at the Round Table Conference in London. Meanwhile, some of his party colleagues–particularly Mohammed Ali Jinnah, a leading voice for India’s Muslim minority–grew frustrated with Gandhi’s methods, and what they saw as a lack of concrete gains. Arrested upon his return by a newly aggressive colonial government, Gandhi began a series of hunger strikes in protest of the treatment of India’s so-called “untouchables” (the poorer classes), whom he renamed Harijans, or “children of God.” The fasting caused an uproar among his followers and resulted in swift reforms by the Hindu community and the government.

In 1934, Gandhi announced his retirement from politics in, as well as his resignation from the Congress Party, in order to concentrate his efforts on working within rural communities. Drawn back into the political fray by the outbreak of World War II , Gandhi again took control of the INC, demanding a British withdrawal from India in return for Indian cooperation with the war effort. Instead, British forces imprisoned the entire Congress leadership, bringing Anglo-Indian relations to a new low point.

Partition and Death of Gandhi

After the Labor Party took power in Britain in 1947, negotiations over Indian home rule began between the British, the Congress Party and the Muslim League (now led by Jinnah). Later that year, Britain granted India its independence but split the country into two dominions: India and Pakistan. Gandhi strongly opposed Partition, but he agreed to it in hopes that after independence Hindus and Muslims could achieve peace internally. Amid the massive riots that followed Partition, Gandhi urged Hindus and Muslims to live peacefully together, and undertook a hunger strike until riots in Calcutta ceased.

In January 1948, Gandhi carried out yet another fast, this time to bring about peace in the city of Delhi. On January 30, 12 days after that fast ended, Gandhi was on his way to an evening prayer meeting in Delhi when he was shot to death by Nathuram Godse, a Hindu fanatic enraged by Mahatma’s efforts to negotiate with Jinnah and other Muslims. The next day, roughly 1 million people followed the procession as Gandhi’s body was carried in state through the streets of the city and cremated on the banks of the holy Jumna River.

salt march, 1930, indians, gandhi, ahmadabad, arabian sea, british salt taxes

Sign up for Inside History

Get HISTORY’s most fascinating stories delivered to your inbox three times a week.

By submitting your information, you agree to receive emails from HISTORY and A+E Networks. You can opt out at any time. You must be 16 years or older and a resident of the United States.

More details : Privacy Notice | Terms of Use | Contact Us

IMAGES

  1. Gandhi Jayanti Speech (Bengali) || Biography of Mahatma Gandhi

    gandhiji biography bengali

  2. Poem on mahatma gandhi/short biography of gandhiji/gandhiji life history in bengali./bangla kobita

    gandhiji biography bengali

  3. মহাত্মা গান্ধী জীবনী

    gandhiji biography bengali

  4. মহাত্মা গান্ধীর জীবনী Mahatma Gandhi Biography in Bengali » Adi Sikha

    gandhiji biography bengali

  5. Biography of Mahatma Gandhi in Bengali || মহাত্মা গান্ধীর জীবনী || Gandhi Jayanti || Abdur Rahman

    gandhiji biography bengali

  6. মহাত্মা গান্ধীর জীবন কাহিনী

    gandhiji biography bengali

VIDEO

  1. Gandhiji and A Tawaif : Real Life Incident

  2. Gandhiji Real Photo

  3. Gandhiji in South Africa, #gandhiji , #history ,#durban, #gandhijayanti , #khilafat

  4. কেমন হয়েছিল গান্ধীজীর হত্যা? part-1 #bengali #trending

  5. Mahatma Gandhi Essay in Malayalam

  6. महात्मा गॉंधी जी का जीवन परिचय ।। Biography of Mahatma Gandhiji ।। General knowledge

COMMENTS

  1. মহাত্মা গান্ধী

    স্বাক্ষর. মোহনদাস করমচাঁদ গান্ধী (গুজরাটি: મોહનદાસ કરમચંદ ગાંધી উচ্চারণ ⓘ; মোহনদাস কর্মচন্দ গান্ধী বা মহাত্মা গান্ধী; ২ অক্টোবর ...

  2. মহাত্মা গান্ধীর জীবনী Mahatma Gandhi Biography in Bengali

    Mahatma Gandhiji Biography in Bengali, মহাত্মা গান্ধীর জীবনী, জন্ম, মৃত্যু, বাবা মায়ের নাম, খিলাফত, অসহযোগ, ভারত ছাড়ো আন্দোলন

  3. মহাত্মা গান্ধীর জীবনী

    জন্ম. ২রা অক্টোবর ১৮৬৯. জন্মস্থান. পোরবন্দর, গুজরাট, ব্রিটিশ ভারত. অন্যান্য নাম. মহাত্মা গান্ধী, বাপুজি, গান্ধীজি. মৃত্যু. ৩০শে ...

  4. Biography of Mahatma Gandhi in Bengali

    মহাত্মা গান্ধীজির জীবন কাহিনী রচনা, Father of Nation Mahatma Gandhi's Life Story in Bangla, ভারতের স্বাধীনতার ইতিহাসে গান্ধীজির অবদান, Gandhiji History in Bengali

  5. Mahatma Gandhi

    Signature. Mohandas Karamchand Gandhi (ISO: Mōhanadāsa Karamacaṁda Gāṁdhī; [c] 2 October 1869 - 30 January 1948) was an Indian lawyer, anti-colonial nationalist, and political ethicist who employed nonviolent resistance to lead the successful campaign for India's independence from British rule.

  6. Biography of Mahatma Gandhi in Bengali

    Mahatma GandhiBorn : 2nd October,1869Died : 30th January,1948Gandhi Jayanti Speech in Bengali:https://youtu.be/CaDX6xW9r9YBiography of Mahatma Gandhi:https:/...

  7. মহাত্মা গান্ধীর জীবন কাহিনী

    In this video you will know the biography of Gandhiji [Mahatma Gandhi Short Life Story] (মহাত্মা গান্ধীর জীবন কাহিনী) in bengali language. His short ...

  8. PDF An Autobiography Or

    all," remarked Gandhiji. "Mechanisation is good when the hands are too few for the work intended to be accomplished. It is an evil when there are more hands than required for the work, as is the case in India." 6 Gandhiji was, thus, not against machinery as such, but objected to the 'craze' for machinery and

  9. মহাত্মা গান্ধী বাংলা বই পিডিএফ ডাউনলোড| Mahatma Gandhi Bengali Book PDF

    Price:Rs.0 | Pages:154 | Size:10 MB | Author:Rishi Das - ঋষি দাস,Roma Rola - রোমাঁ রোলাঁ | মহাত্মা গান্ধী বাংলা বই পিডিএফ পড়ুন ডাউনলোড বিনামূল্যে অনলাইন Mahatma Gandhi in Bengali Free PDF Read And Download.

  10. Mahatma Gandhi

    Mahatma Gandhi (born October 2, 1869, Porbandar, India—died January 30, 1948, Delhi) was an Indian lawyer, politician, social activist, and writer who became the leader of the Indian Independence Movement against British rule. As such, he came to be considered the father of his country. Gandhi is internationally esteemed for his doctrine of ...

  11. The Official Mahatma Gandhi eArchive

    5) Bengali Autobiography - Chapter 5 ( These files are in ".zip" format ) 7. The Autobiography of Mahatma Gandhi - Malayalam Version

  12. PDF BOOKS ON GANDHI (BENGALI)

    1965 Bengali: 300.5404 4: S R 1 G 923 On Gandhi Swarajer Purno Rup Abadhut, Swami Purushotayam Naranarayan Ashram, Kolkata 1344 (bengali) Bengali 300 2 S R 1 H 923; On Gandhi Gandhijir ... Gandhiji (Gitinattya) Basu, Prabhat Shilpa Bharati, Kolkata 1355 (bengali) Bengali 891.442 S R 1 E 923 On Gandhi Rollar Aloke Gandhiji Basu, Rabindrakumar ...

  13. Mahatma Gandhi Biography

    Mahatma Gandhi was a prominent Indian political leader who was a leading figure in the campaign for Indian independence. He employed non-violent principles and peaceful disobedience as a means to achieve his goal. He was assassinated in 1948, shortly after achieving his life goal of Indian independence. In India, he is known as 'Father of the ...

  14. Mahatma Gandhi's enduring Bangladesh legacy

    The legacy of Mahatma Gandhi is alive and well in Noakhali. In line with Gandhian values, she thought basic education was vital to lift people out of poverty and to promote better understanding ...

  15. The 150th Birth Anniversary of Mahatma Gandhi (1869-1948)

    Covers of books about Gandhi in Hindi, Urdu, Gujarati, Bengali, Malayalam, Telugu, and other South Asian languages, all of which are available in the Asian Reading Room. Asian Division. Mahatma Gandhi is such a towering figure in South Asian history that he and his writings have been the subject of praise, criticism, and everything in between.

  16. Introduction to Gandhi Autobiography

    Biography Of Mahatma Gandhi. We hereby give a short version compiled from his Autobiography. We cover the period of his life from 1869 to 1922. Birth and Parentage. Mohandas Karamchand Gandhi was born at Porbandar, a coastal city in Kathiawad (now a part of the Gujarat State) on the 2nd October 1869. He was the youngest child of his parents ...

  17. Mahatma Gandhi: Biography, Movements, Facts, Education, History & Family

    He was born on 2 October, 1869 in Porbandar, Gujarat. His father's name was Karamchand Gandhi and his mother's name was Putlibai. At the age of 13, Mahatma Gandhi was married to Kasturba which ...

  18. Mahatma Gandhi: His Life & Works

    Gandhi was born on October 2, 1869, at Porbandar. Mohandas or Mohan was youngest of the three sons of Putlibai and Karamchand Gandhi. The latter had been Prime Minister successively in three Kathiawar States. He was straight and true as steel, known for his steadfastness and loyalty. The little house were Gandhi was born is today the "Kirti ...

  19. Mahatma Gandhi Biography in Bengali

    মহাত্মা গান্ধীর জীবনী PDF (Mahatma Gandhi Biography in Bengali) : জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে প্রতিবছরের ২ অক্টোবর দিনটি সারা দেশ ব্যাপী ...

  20. Mahatma Gandhi

    Mahatma Gandhi - Nonviolence, Indian Independence, Satyagraha: For the next three years, Gandhi seemed to hover uncertainly on the periphery of Indian politics, declining to join any political agitation, supporting the British war effort, and even recruiting soldiers for the British Indian Army. At the same time, he did not flinch from criticizing the British officials for any acts of high ...

  21. The life and work of Mahatma Gandhi

    Mahatma Gandhi, byname of Mohandas Karamchand Gandhi, (born Oct. 2, 1869, Porbandar, India—died Jan. 30, 1948, Delhi), Preeminent leader of Indian nationalism and prophet of nonviolence in the 20th century. Gandhi grew up in a home steeped in religion, and he took for granted religious tolerance and the doctrine of ahimsa (noninjury to all ...

  22. Practices and beliefs of Mahatma Gandhi

    Mohandas K. Gandhi and other residents of Tolstoy Farm, South Africa, 1910. Along with The Kingdom of God Is Within You in 1908, Leo Tolstoy wrote A Letter to a Hindu, which said that only by using love as a weapon through passive resistance could the Indian people overthrow colonial rule. In 1909, Gandhi wrote to Tolstoy seeking advice and permission to republish A Letter to a Hindu in Gujarati.

  23. Mohandas Gandhi ‑ Biography, Facts & Beliefs

    Passive Resistance For some 50 years, Gandhi, born on October 2, 1869, and called "Mahatma" ("great-souled" in Sanskrit), fought for India's independence from Britain, practicing civil ...